পাতা:শ্রীনরোত্তম চরিত - শিশিরকুমার ঘোষ.pdf/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* রঘুনন্দন ও ঠাকুর মহাশয় । বন্সিবার প্রয়ােজন নাই। যেমন শ্ৰীবৃন্দাবনে জীৰ গোস্বামী সন্ধাৱলম্ব উপর কৰ্ত্ত। ছিলেন, সেইরূপে গৌড়ে সরকার ঠাকুর সকলের পূজ্য ও মান্য ৭ সরকার ঠাকুর, নানারূপে কাতর। প্রথম প্রভুর আদর্শনে তাহাঙ্গ পরে গদাধর গোস্বামীর আদর্শনে। তাহার পরে তঁাহাত্ন । শক্রিয়াঙ্গ” আদর্শন হইলেন। ঐবিষ্ণুপ্রিয়া দেবীকে তিনি প্যান্ধীজী উ* ] অনুকরণ করিয়া প্রিয়াজী বলিতেন। আর তাহার পরে দাস গদাধর অপ্রকট হইলেন। সরকার ঠাকুর আর ধরাধামে রহিলেন না । ঠাকুর ঘরে গমন করিয়া সরকার ঠাকুর কিরূপে আদর্শন হইলেন, কেহ বলিতে পারেন না। ঠাকুর মহাশয় আসিলে সরকার ঠাকুরের ভ্রাতু" is a ser ཚོ༠ ལོཛི་ལོ་༢ འ་ শ্ৰীরঘুনন্দন তাহার হাত ধরিয়া অভ্যর্থনা করিলেন, { ... আত্ন ঠাকুর মহাশয় তাহাকে প্ৰণাম করিলেন । ।

  • 、 "সরকার ঠাকুর, তাহার ভজন-গৃহে শ্ৰীগৌর-বিগ্ৰহ সম্মুখে রাখিয়া ।

দিবা নিশি যাপন করিতেন। সেই ঘরের নিকটে গমন করিয়া ঠাকুর | মহাশয় রোদন করিতে লাগিলেন। সরকার ঠাকুর শ্ৰীগৌরাঙ্গের নবদ্বীপ-পার্ষদ। তাহার নিকট বসিয়া রঘুনাথ কেবল অহরহঃ শ্ৰীগৌরাঙ্গের লীলা কথা শুনিতেন। শ্ৰীনিরহরি' ) { নবদ্বীপে প্রভুর সমুদয় লীলা স্বচক্ষে দর্শন করিয়াছিলেন। অতি 11 ܠܐ ܗܘܐ সন্তান যেরূপ স্তন্য দুগ্ধ পান করে, সেইরূপ প্রভুর শিশু কাল হইতে সন্ধ্যান্স পৰ্য্যন্ত সমস্ত লীলা-মুধা, রঘুনন্দন ঠাকুর তাহার নিকট পান। কৱিতেন । রঘুনন্দন যাহা সরকার ঠাকুরের নিকট শুনিয়াছিলেন, সেই সমস্ত কাহিনী, জগন্নাথ মিঙ্খের কাহিনী, শচী দেবীর কাহিনী বিশ্বাস্কপের কাহিনী, বিষ্ণুপ্রিয়া দেবীর কাহিনী, ভক্তগণের কাহিনী, রঘুনন্দমের মুখে ঠাকুৰু/মহাশয় পিপাসাতুর চাভিকের ন্যায় শ্ৰবণ করিতে । লাক্সিলেন । এই শ্ৰীখণ্ডে প্রথম ঠাকুর মহাশয় শ্ৰীশ্ৰীগৌর-বিষ্ণুপ্রিয়ার digitized at BRC in dia Corri