পাতা:শ্রীনরোত্তম চরিত - শিশিরকুমার ঘোষ.pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নরোত্তমের শ্ৰীগৌরাঙ্গে আশক্তি ।

  • , , অধীর হইয়া এরূপ রোদন করিতে লাগিলেন যে তাহার জীবন সংশয় ভাবিয়া কৃষ্ণদাস ব্যস্ত হইয়া পড়িলেন। প্ৰভু তখন অপ্রকট হইয়াছেন, তাহাকে আর চৰ্ম্মচক্ষে দেখিবার যো নাই, ইহা ভাবিয়া রাজকুমার

འད། পূৰ্ব্বে জন্মগ্রহণ করিলে তিনি শ্ৰীভগবানের দর্শন পাইতে পারিতেন, এই কথা ভাবিয়া রাজকুমারের হৃদয় বিদীর্ণ হইলে লাগিল। কৃষ্ণদাস তাহাকে আরও বলিলেন যে, তাহার। পার্ষদগণ প্রায় সকলেই আদর্শন হইয়াছেন, আর যাহারা আছেন তাঁহাদের মধ্যে দুই একজন ব্যতীত সকলেই প্রভুর আদর্শনে শ্ৰীবৃন্দাবনে গমন করিয়াছেন। রাজকুমার আরও শুনিলেন যে, নীলাচলে শ্ৰীগৌরাঙ্গের আদর্শনে স্বরূপ ও গদাধর প্রাণত্যাগ Y- করিয়াছেন। দামােদর শ্ৰীনবদ্বীপে শ্ৰীগৌরাঙ্গের ঘরণী বিষ্ণুপ্রিয়া দেবীর রক্ষণাবেক্ষণ নিমিত্ত নিযুক্ত আছেন। জগদানন্দ, বক্রেশ্বর, কাশীশ্বর, গোবিন্দ প্রভৃতি আর গৌরীশূন্য নীলাচলে তিষ্টিতে না পারিয়া শ্ৰীবৃন্দাবনে পলায়ন করিয়াছেন। আর শুনিলেন, প্ৰভু সঙ্গোপনের পরে বৃন্দাবনে “লুকাইয়া আছেন। ... এই সমস্ত শুনিয়া নরোত্তম ভাবিলেন যে, অগ্ৰে তাহার বৃন্দাবনে যাওয়াই কৰ্ত্তব্য। সেখানে হয়ত স্বয়ং প্রভুকেও দেখিতে পাইবেন । রাজকুমার ভাবিতেছেন, তাহার কি বৃন্দাবন ਜ হইবে। তিনি কি শ্ৰীগৌরাঙ্গের পার্ষদ দর্শন পাইবেন ? কখন কখন রাজকুমার পদ্মাবতীর তীরে যাইয়া দাড়াইয়া থাকিতেন। তিনি কৃষ্ণদাসের মুখে শুনিয়াছিলেন যে, শ্ৰীগৌরাঙ্গ বৃন্দাবনে যাইবেন বলিয়া লক্ষ লক্ষ লোক লইয়া নৃত্য করিতে করিতে পদ্মার অপর পারে আসিয়াছিলেন । নরোত্তম পদ্মার এ-পার থাকিয়া ও-পারে চাহিয়া থাকিতেন । এইরূপে কিছুক্ষণ * পরে বিহ্বল হইতেন, আর দেখিতেন, 6षन শ্ৰীগৌরাঙ্গ লক্ষ লক্ষ digitized at PRC'india, Con আপনাকে বড়ই দুর্ভাগু বলিয়া ভাবিতে লাগিলেন । ৭. আর কিছু দিন।