পাতা:শ্রীনরোত্তম চরিত - শিশিরকুমার ঘোষ.pdf/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

" See " अiह वि5iद्ध । যে, তাহারা ছদ্মবেশে রাজ-পণ্ডিতগণের সঙ্গে বিচার করিয়া ऊँiशक्*ि গকে পরাস্ত করিবেন। উভয়ে ভক্তিরসে টলমল করিতেছেন, সুতরাং বালকের ন্যায় কৌতুকী। উভয়ে ছদ্মবেশ ধরিলেন। পরামর্শ করিয়া রামচন্দ্ৰ হইলেন বারুই, আর গঙ্গানারায়ণ হইলেন কুমার । এইরূপে দুইজজে পান ও ইড়ি লইয়া কুমারপুরের বাজারে পান ও হাঁড়ি বিক্রয় করিতে বসিলেন। রাজার সঙ্গে পড়য়োগণ অবশ্য বাজার করিতে sা করিতে আসিবেন, আসিলে’র্তাহাদের সহিত দ্বন্দ্ব করিবেন, এই ভঁাহদের চক্ৰ। প্রকৃত তাহাই হইল, পড়ােয়াগণ বাজার করিতে আসিলেন। কেহ পান ক্ৰয় করিতে গেলেন, আর রামচন্দ্র সংস্কৃতে মূল্য বলিলেন! পড়ুয়া অবাক হইয়া জিজ্ঞাসা করিতেছেন, “তুমি কি সংস্কৃত জান ?” রামচন্দ্র সংস্কৃতে আবার বলিতেছেন, “আমার বাড়ী খেতরি,” আর গঙ্গানারায়ণকে দেখাইয়া বলিললেন, “ইহার বাড়াও খেতরি ; জান না, সে ঠাকুর মহাশয়ের গ্রাম, সে খানে থাকিয়া আমরা শুনিয়া শুনিয়া সংস্কৃত শিখিয়াছি। তোমরা কি পড়?” তঁাহারা গৌরব করিয়া খুব বড় বড় / পুথির নাম করিলেন। রামচন্দ্ৰ সেই পুথির কথা তুলিলেন । ] পড়য়োগণ প্রথমে বারুইর সঙ্গে এরূপ শাস্ত্ৰ বিচারে অবশ্য স্থণা প্রকা। শ হ ! করিলেন। রামচন্দ্র পড়য়াগণের স্বভাব বেশ জানেন, তিনি অল্প অল্প ২০১২ টিটকারী দিতে লাগিলেন। পড়ােয়াগণের ইহা অসহ্য হইল। তাহারা একটী কথায় উত্তর দিলেন, তাহার উত্তর শুনিলেন।...এইরূপে ঘোর দ্বন্দ্ব বাধিয়া গেল। এক পড়য়া দুই পড়য়া, শেষে বাজারের যত পড়য়া ছিলেন, সমুদায় জুটিয়া গেলেন। একদিকে রামচন্দ্র ও গঙ্গানারায়ণ, আর একদিকে পড়য়াগণ। পড়য়াগণ দেখিলেন বেগতিক, তখন কেহ দৌড়িয়া গিয়া এই কথা অধ্যাপক সভায় বলিলেন ; বলিলেন, “ঠাকুর সৰ্ব্বনাশ উপস্থিত, হাটের এক কুমার ও এক বারুইর সঙ্গে পড়য়াগণের digitized at BRCIndia.com