পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-ի जादौन ܪ বছর আঁগে তোকে যে অসতী বলে পুড়িয়ে মারত বৌ-মণি সেকথা বুঝি ভুর্লে গেছিস ? কুলীন বামুন আমি তোকে টাকা নিয়ে বিয়ে করে বলে যেতাম, খবৰ্দ্ধার, বাকী জীবন সতী থাকিবি। পাঁচ ছ'বছর বয়স হয়েছে, DD tB DD DB BDB BDBSS DDB BD DB S E দিন কাটিয়ে দিবি, বুঝলি ? হাসির রোল ওঠে। রেশনের দোকানে রেশন নিতে এসে হত্যা দিয়ে দাঁড়িয়েছে বলেই হাসতে তো তারা ভুলে যায় নি। অভাব শুধু হাসাবার মানুষের। অভাব অনটন রোগ শোক দুৰ্ভিক্ষও যে জ্যান্ত মানুষের হাসির পাট চুকিয়ে দিতে পারে না, এটুকু যে মানুষটা জানে। সত্যই তো, আনন্দময় সুন্দর জীবন যারা দাবী করছে তারা যদি উপোশ দিয়ে গামছা পরে রেশনের দোকানে এসে হত্যা দিতে হয়েছে বলেই হাসতে ভুলে যাবে, শুধু বেঁচে থাকার আনন্দে এ জগতে তবে হাসবে কারা ? তবে কি সে জেনেশুনেই হাসায় ? মানুষের হাসির প্রয়োজনটা বড়ই জরুরী বলে ? বাপ-মা দুজনেরই জ্বর। পাঁচ বছরের মেয়েটা রেশন নিতে এসেছে। তার গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে ওইটুকু মেয়ে পৰ্যন্ত উপভোগ করে তার তামাসা । পাঁচ বছরের ভয়-ভোলা চালাক চতুর শক্ত মেয়ে! তার মাথায় পিঠে বাপের মত হাত বুলোতে বুলোতে সে একেবারে যাত্ৰাদলের ভাঁড়ের মত ভঙ্গি করে বলে, আপনারা তো জানেন না, আপনাদের কি বলব। সেদিন একটি মেয়ে সত্যি আমায় বিয়ে করতে এসেছিল !