পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S সাৰ্বজনীন

পঙ্কজ বলেছে। এইখানে দুধ নিতে এসেই গল্প করেছিল। শুনে ভারি ইচ্ছা হচ্ছিল তোমার সঙ্গে আলাপ করি।

৪ গেলেন না কেন ? : ভাবলাম, কে জানে, মেয়েছেলে-যদি কিছু মনে করে! তুমি “এমন আলাপী জানলে নিশ্চয় যেতাম । ইতিমধ্যে পাত্ৰ হাতে পঙ্কজ এসে দাড়ায় । সবিতা বলে, আপনি বুঝি গণেশের গল্পটা দেশ শুদ্ধ লোককে শুনিয়ে বেড়িয়েছেন ? পঙ্কজ বলে, নিশ্চয় শোনাব ! গায়ের একজন সামান্য ব্যবসায়ীর মেয়ে এমন সাহসের পরিচয় দিতে পারে-এ গল্প সবার শোনা উচিত।

লিখে ছাপিয়ে দিন । বলে উনান ধরিয়ে দিয়ে সবিতা ঘরে চলে যায়। প্রণব বলে, তুমি ভারি অন্যায় করছি ভাই। বেচারীকে বিপদে

ফেলাছ ।

কেন ? : সামন-সামনি প্ৰশংসা করে আকাশে তুলে দিচ্ছ, ওর মাথা বিগড়ে যাচ্ছে। এর ফলে একগুয়োমি আসবে-নিজে যা ভাল বুঝৰে। তাই করতে চাইবে। একদম ভুলেই যাবে সংসারে একটু সামজত করে।

চলা দরকার । ঘরে বিছানা তুলতে তুলতে সবিতা তার কথাগুলি কাণ পেতে qማስiCoÍ ! भांनांद्भ : श:छ । এখনো সে ওঠে নি। কঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে এককোণে ।