পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਫਕੇ সদানন্দ পুরুষ। সর্বদা হাসিখুসীি ভাব। অতি লাগসই মৃদু ও মাৰ্জিত ঠাট্টা-তামাসা স্বাভাবিক সুস্থ মানুষকে তো হাসিয়ে মারেই-হতাশার কালি লেপা গোমড়া মুখে পৰ্য্যন্ত হাসির অন্ততঃ একটু ঝিলিক ফুটিয়ে ছাড়ে। আজকের পৃথিবীতে এরকম মানুষ কল্পনা করা কঠিন মনে হলেও একথা সত্য যে কোনদিন কেউ তাকে চিন্তিত দেখেছে বলে স্মরণ করতে পারে না। দুশ্চিন্তার মানেই যেন সে জানি না। কি করে মুখ ভার করতে হয় সেটা শিখবার সুযোগ যেন তার চল্লিশ বছর বয়সে জোটে নি-মুখে মেঘের ছায়াটুকু সঞ্চার করাও যেন তার পক্ষে অসাধ্য ! কতকগুলি পদাৰ্থ বিদ্যুৎ তাপ ইত্যাদির গতি সম্পূর্ণরূপে প্ৰতিরোধ করে। কতকগুলি পদাৰ্থ আবার চল্লিশ বছর জলে ভিজিয়ে রাখলেও ভেজা দূরে থাক, সোত-সেতে পৰ্যন্ত হয় না-সাধারণ জলের বদলে খাঁটি cb८९ञ्ज सृळ 2८ध्रं ब्रब्& न ! তার ধাতটাও যেন গড়া হয়েছে শোক-দুখ-বেদনার শক প্রতিরোধক মাল-মশলা দিয়ে। হাসি আনন্দের ওয়াটারপ্রািফধৰ্মী আবরণে এমনভাবেই যেন তার হৃদয়-মন ঢাকা যে জগতে নিরানহ্মের বর্ষা আছে এটা সে টেরও औाभ न !