পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাৰ্বজনীন 6e শরীর তো সুস্থই আছে সবার। ভাল খাওয়ার জন্য পয়সা খরচ कgन्न व्ाङ कि ? মেয়ে সেজে গুজে বাইরে গেলে, ছেলে দামী সুট পরে কলেজে গেলে দশজনে সেটা দেখবে-বলবে এরা বিনোদবাবুর ছেলে মেয়ে । কিন্তু কে দেখতে আসবে ঘরে বিনোদবাবুর রোজ পোলাও মাংস ब्रांध्री श्व ? দেখাবার যেদিন দরকার হয় সেদিন তাই হাত খুলে যায় বিনোদের, দামী দামী জিনিষ রান্না হয় সমারোহের সঙ্গে । অঘোর আয়োজন করে দুধ দোয়ার । উঠানে দাড়িয়ে মণ্টকে প্রণব বলে, তোমাদের বুঝি নতুন ভাড়াটে ക്ട്ര ? মণ্ট, বলে, হঁ্যা। পাশেই সবিতা তোলা। উনান সাফ করে কয়লা সাজাচ্ছিল। তার দিকে চেয়ে থেকে প্রণব এবার বুনোকে বলে, তোমাদের যেন কোথায় দেখেছি খোকা ? বুনো চুপ করে থাকে। সবিতা বলে, আমরা ঈশ্বরবাবুর বাড়ীতে ছিলাম। ও, হঁ্যা হ্যা। দেশ থেকে মহেশ্বর বাবুদের সঙ্গে তোমরা •462छ न्म ? সবিতা সায় দিয়ে বলে, আপনি হলুদ রঙের বাড়ীটাতে থাকেন না ? প্ৰণবও সায় দিয়ে সাগ্রহে বলে, তুমি সেই মেয়েটি না যে ছেলে সেজে এসেছিল ? সবিতা হেসে বলে, আপনি কার কাছে শুনলেন ?