পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাৰ্বজনীন g কিন্তু সারাজীবন তার কথায় উঠতে বসতে যে প্ৰস্তুত তার কাছে সে অস্বস্তি বোধ করে কেন ? অল্পক্ষণের মধ্যেই পদ্মা উঠে পড়ে । বলে, পাড়া ছাড়বার পর এই প্ৰথম পাড়ায় এলাম, চেনা লোকদের সঙ্গে দেখা করে আসি । এইটুকু সময়ের মধ্যে সত্য সত্যই কান্তিলালের ঘুম এসে গিয়েছিলতবে ঘুমটা গাঢ় হয় নি। পদ্মা ডাকতেই সে চােখ মেলে তাকায় ।

চলুন তো একটু-কাছেই। كم কান্তিলাল নিজের সিটে গিয়ে গাড়ীতে ষ্টাট দেয় । কাছে বলে কাছে, এই পাড়াতেই বিনোদের হলুদ রঙের বাড়ীটার সামনে পদ্মা গাড়ীটা দাঁড় করায় ! দূরত্ব একশ গজের বেশী হবে না !

কান্তিলাল মুচকে হাসে। নতুন গাড়ী দেখাতে এসেছে। তার সে হাসি দেখতে পেয়ে পদ্ম চটে যায় । : হাসছেন যে ? ভাবছেন গাড়ী পেয়ে খোড়া হয়েছি ? : ना ना, अभि किछू डादि नेि। : বন্ধুদের গাড়ীটা দেখাতে এসেছি। নইলে এটুকু আসতে গাড়ী चांठ की । কান্তিলাল সায় দিয়ে বলে, নতুন গাড়ী কিনেছেন, পাঁচজনকে দেখাবেন বৈকি ? বাড়ীর ভিতরে গিয়ে অল্পক্ষণের মধ্যে পদ্মা আবার বেরিয়ে আসে। তার সঙ্গে আসে বিনোদের সমগ্র পরিবারটি । গাড়ী দেখে সকলে নানারকম মন্তব্য করে, খুশী আর প্রশংসার 3&द) । প্রণব বলে, বা, সুন্দর ছোটখাটো গাড়ীটি। দেখে লোভ হচ্ছে ।