পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NO সাৰ্বজনীন সে বলবে, কি করছেন ? ; তোমার হাতের রেখা দেখছি । একটু মিষ্টি কথা বললেই আনন্দে লাফিয়ে ওঠে। এই সব একক রহস্যময় জীবনযাপনকারী মানুষ, এই সব সুযোগ পাবার জন্যই এই রকম একাকীত্বের ফাদ পেতে বসে থাকে। মাকড়সার মত। কিন্তু পরমেশ্বর নড়ে চড়ে না । কাগজটা নামিয়ে তার দিকে চেয়েও স্থাখে না । মানুষটা কি ভণ্ড ? পরমেশ্বর কাগজ পড়তে পড়তেই বলে, খবর তোমার আমার । কাগজটা আমেরিকার । তাতে কি ? কাগজ বেচেই ওরা সুখী নয়। খবর ছাপা কাগজ বেচিতে চায়। বলে কিনা খবরের চেয়ে কাগজের দাম বেশী ! কাগজ যদি চাও, আমাদের বানানো খানিক খবর সাথে নাও। ভেজাল নিতেই হবে। পদ্মা হেসে বলে, আপনি এসব কথাও ভাবেন নাকি ৷ পরমেশ্বর যেন অভিযান করে বলে, ভাবনাও একচেটিয়া করতে চাও তোমরা ? পদ্মা অগত্যা মনের ভাবনা খুলেই তাকে বলে। মানুষটার সঙ্গে কথা कशेरऊ शेछ। श्cष्छ ।

আমরা তো চললাম ঈশ্বরবাবু। ঃ তাই শুনছিলাম। : এ পাড়ায় থাকব না। পাড়াটা সুবিধে নয় তেমন।

কি করেছে। পাড়ার লোক ? তোমাদের পাকা ধানও নেই, পাড়ার লোকে মই দিতেও জানে না !