পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাৰ্বজনীন - G দেখা গেল ইতিমধ্যে কে যেন গাড়ী দাড়াতে দেখে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। খানিক ডাকাডাকির পর স্বয়ং ঘনশ্যাম নেমে এসে দরজা খুলল। গণেশদের সাদরে অভ্যর্থনা জানাবার কোন লক্ষণই কিন্তু তার ব্যবহারে দেখা গেল না। বাইরে এসে দাড়িয়ে পিছনে হাত বাড়িয়ে দরজাটি আবার সে ভেজিয়ে দিল ! এর মানে কি ? এমনভাবে হঠাৎ এলে যে তোমরা ? গণেশ বলে, সাত আটদিন আগে তো একটা চিঠি দিয়েছি কাক ? ঘনশ্যাম বলে, তোমরা চিঠি দিলেই হল ? সে চিঠির জবাবে আমি যে চিঠি দিলাম তোমাদের আসতে বারণ করে, সে চিঠি বুঝি বাতিল হয়ে গেল যেহেতু তোমরা আসবে বলে চিঠি দিয়েছিলে ? কি রাগ ঘনশ্যামের ! তার রাগ দেখে গণেশ মাথা হেঁট করে দাড়িয়ে থাকে, তার মুখে কথা যোগায় না। গণেশের মা এক পা এগিয়ে এসে বলে, এ তো চিঠিপত্রের ব্যাপার নয় ঠাকুরপো, বাচন মরণ নিয়ে কথা । আমরা থাকতে আসি নি, শুধু কয়েকটা দিন আশ্ৰয় নেব-যদিন না একটা ঠাই খুঁজে পাই। ঘনশ্যাম বলে, কয়েকটা দিন ? একবেলা থাকার যায়গা নেই, কয়েকটা দিন ? এ বাড়ীতে উঠবার যদি সাধ ছিল, এত দেরী না করে কিছুকাল আগে এলেই হত ! আত্মীয় স্বজন কি একবিন্দু যায়গা খালি রেখেছে ভেবেছেন? সব দখল করে নিয়েছে। বাইরের লোককে ভাড়া দিলে কত টাকা ভাড়া পেতাম। ধনে প্ৰাণে মারা গেলাম আত্মীয় স্বজনের জন্ত ! YBDB D BBS DBBL DD DB BBS BDD DDD S ঘনশ্যাম হঠাৎ অট্টহাস্য করে ওঠে !-ভাড়া দেবেন ? বেশ তো, বেশ তো, দেখুন না চেষ্টা করে একটা ঘর দখল করতে পারেন নাকি ৷ ]