পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- flaval T7 S 8,

  • মোটে মিশুক নয়। কেমন হিংগুটি স্বভাব। আমরা একটু ফরোয়ার্ড বলে হিংসে করে |
  • সে তো যেখানে যাবে সেখানেই করবে ! অন্ততঃ তোমাদের তাই মনে হবে। যদি সবাই হিংসাই না করল, ফরোয়ার্ড হয়ে লাভ কি ? প্ৰমাণ কি যে সবার চেয়ে এগিয়ে আছি ?
  • ভীমপনার সঙ্গে কথায় পারা দায়।

8 काgख्छ ? পদ্মা একটু হাসে। সামনে থাকলে আলাপ করার সময় এত ভাল লাগে মানুষটাকে, অথচ চোখের আড়াল হলে এক বাড়ীতে থাকলেও সে যে আছে এটুকুও ফেন খেয়াল থাকে না ! একেবারে মুছে যায় মন থেকে ! পর্দা বলে, আমরা চলে গেলে আপনি কোথায় যাবেন ? আমাদের নতুন বাড়ীতে যদি এই রকম দু’খানা ঘর আপনাকে দিই আমি তো যেতে পারব না। এখানেই থাকতে হবে। 6कन्म ? তোমাদের এ বাড়ীটা আমিই কিনব যে ? তাই নাকি ! আমি তো কিছুই জানি না ! কি করে জানবে বল ? আজ বসে বসে আমিই শুধু মনে মনে ঠিক করেছি ঘণ্টা খানেক আগে। তোমার বাবার সঙ্গে এখনো কথা হয় নি। তবে বিধুবাবু যখন বিক্রীই করে দেবেন বাড়ীটা, খন্দের খুঁজছেন, আমাকে বিক্ৰী করতে আপত্তি হবে না নিশ্চয়। অবশ্য যদি G R DuuBDB DDD DDD DDDB DBBBD DDBS BBB BB BBB DBDS সেদিন যেরকম দামের কথা বলছিলেন, আমার তাতে আপত্তি নেই।