পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գ@ সাৰ্বজনীন বাবা সেকেলে ধ্যাড়ধেড়ে গাড়ীটা আঁকড়ে আছেন । বললে বলেন, আজকালকার গাড়ী কি টেকসই হয় ? এসব পুরোণো মডেলের গাড়ী মজবুত কত ।

বিনোদবাবু বাড়ী নেই ? : বাবা ওপাড়ায় গেছেন-পূজো কমিটির মিটিং হচ্ছে । ভেতরে

മ്ന ?

না, আমি যাই। ওরা সবাই ওয়েট করছে, এবার বাড়ী ফিরব । শুনে কেউ আর কিছু বলে না। মনটা খুত খুঁত করে পদ্মার। সাধে কি এ পাড়ার মানুষদের সঙ্গে তাদের মিশ খেত না । হালচাল বুঝে কথা কইতে জানে না। কি তার দরকার ছিল এ কথাটা উল্লেখ করার যে আর সকলে মহেশ্বরে বাড়ীতে অপেক্ষা করছে !

সে এক গাড়ী দেখাতে এসেছে, আর কেউ এলন এদের বাড়ী । পাড়ায় এসে অন্যদের সঙ্গে দেখা করল, তাদের বাড়ী এল না । এদের মনে লেগেছে, অপমান হয়েছে । পদ্মা ভাবে, কত প্যাচ সংসারে মানুষের মেলা মেশায় ! বিধুভুষণের বিদায় নেবার সময় মহেশ্বর আবার বিশেষভাবে তাদের পূজা দেখে যাবার নিমন্ত্রণ জানিয়ে রাখে। পদ্মা জিজ্ঞাসা করে, কোথায় পূজা হবে ? : ওই বারান্দায় প্ৰতিমা বসাব। জায়গা বড় কম হল, উপায় কি ! বিধুভুষণ বলে, বাড়ীব মধ্যে পূজা করার বড় অসুবিধা। একটা সদর দরজা দিয়ে অত লোকের আসা যাওয়া মহেশ্বর বলে, উপায় কি ? বাড়ীর পূজা বাড়ীর মধ্যেই করতে হবে। কোথা দিয়ে বর্ষা কেটে গিয়ে শরৎ এসে গিয়েছে।