পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

KOS) সাৰ্বজনীন ভদ্রলোক মৃদু হেসে বলে, ভাবছেন, কে জানে লোকটা কলকাতার চোর না জোচ্চোর, টাকা হাতে পেয়ে যদি পালায় ! তা কথাটা মনে হওয়া স্বাভাবিক। এ কলকাতা সহরে কতরকম জোচ্ছরি যে চলে তার DBB DB DS SDBB DBDBB BDD LBD DDD S ভদ্রলোক গম্ভীর মুখে দামী একটা সিগারেট ধরিয়ে বলে, বাড়ী ভাড়া নিয়ে যে আইন হয়েছে জানেন তো ? বাড়ীতে যদি ভাড়াটে একবার ঢোকে, কারো সাধ্যি নেই। আর তাকে বার করে । বাড়ীতে ঢুকে জোঁকে বসে আপনারা যদি গোলমাল করেন। আমি কোথায় যাব ?

বাড়ীটা শুধু একবার চোখে চােখেভদ্রলোক উৎসাহিত হয়ে বলে, নিশ্চয়, নিশ্চয় । বাড়ী দেখাব বৈকি । কিন্তু ওই যে বললাম, ভেতরে ঢুকতে পাবেন না । বাইরে থেকে দেখে দু’মাসের ভাড়াটা দিয়ে তবে ভেতরে যাবেন । এটুকু মশায় আমার দিকের প্রোটেকশন ! তা বাইরে থেকে দেখেই বাড়ী আপনাদের পছন্দ হয়ে যাবে। লেন দেনটা এখানে চুকিয়ে নিতে চেয়েছিলাম। কেন জানেন ? বাড়ীর দরজায় গিয়ে দাড়াবেন, ভেতরে ঢুকতে পারবেন। না, সে একটা বিশ্ৰী ব্যাপার হয় তো! তা আপনারা যখন তাই চাচ্ছেন তখন আর কথা কি ?

ইতিমধ্যে একটি লম্বা কালো চশমা পরা যুবক এসে লোকটির পিছনে দাড়িয়ে এদের সঙ্গে তার আলাপ শুনছিল। এবার সে আচমকা সামনে এগিয়ে গিয়ে বলে, তা এটা আপনার যুক্তিসঙ্গত কথা। চলুন আমিও আপনাদের সঙ্গে যাব। ভদ্রলোকের মুখটা যেন একটু কেমন হয়ে যায় হঠাৎ ! : আপনি কে ? আমি একজন ভলান্টিয়ার। V)