পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मार्दछनौन جلا

ভালই তো, ভালই তো । বিধুভুষণের কাছে আরেকবার পরমেশ্বরকে বাড়ী কেনার কারণটা বিশ্লেষণ করতে হয় ।

বলে, বাড়ীটা আসলে কিনছে আমার ভাই, আমি একরকম এজেন্ট হিসাবে কিনে দিচ্ছি, এইমাত্র। আপনিও তো সম্পত্তির সমান অংশীদার ? অংশ আছে আইনে-কিন্তু টাকা দিয়ে বাড়ী দিয়ে আমি কি করব বলুন ? একলা মানুষ-খেতে পরতে আর একটু মাথা গুজতে পেলেই হল । বিধুভুষণ আরও অনেক বারের মত বিস্ময় প্রকাশ করে বলে, সত্যি ! আপনি না। সন্ন্যাসী না গৃহী। ব্যাপারটা বুঝতে পারি না। আপনার। পরমেশ্বর হেসে বলে, আমার ব্যাপার খুব সোজা। ঝনঝাট ভালবাসি নে। ঘর সংসার করলেও ঝনঝাট আবার সন্ন্যাসী হলেও কম ঝনঝাট নয়। তার চেয়ে নিব্বিবাদে একলা জীবনটা কাটিয়ে দেওয়াই ङढ् । কামনা বাসনা ত্যাগ করেছেন ? আমি কিছুই ত্যাগ করিনি। কামনা জাগে-মিলিয়ে যায়। বাসনা হয়-ভুলে যাই। কামনা বাসনা থাকলেই তো হয় না-ওসব মেটাবার জন্য চেষ্টা করতে হবে তো। ওই চেষ্টাটাই আমার আসে না। মশাই! আবার দোকানে যাব রসগোল্লা খেতে ? তার চেয়ে কোচরে মুড়ি আছে তাই চিবাই!

কিছুই ত্যাগ কুরেন নি—আবার কিছু ধরতেও চান না! : পারলে ধরি। কষ্ট করে ধরতে নারাজ। কষ্ট করলে যদি কেট মেলে-আমার কেষ্ট মিলে কাজ নেই। এমনিই বেশ চলে যাচ্ছে।