পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NOS 9 তাই তাকে এদিকে ক্ষিদে মিটিয়ে বেঁচে বর্তে থাকার ব্যবস্থা করতে হবে ভাই-বোন দুটির, ওদিকে ডাক্তার এনে চিকিৎসার ব্যবস্থা করতে হবে মারি । এসব নয় করল। সেজন্য সবিতা ভাবে না। এক মূহুর্তের জন্য বিশ্রাম সে নয় না পেল, সেজন্য কিছু আসে যায় না । সে সব কিছুই সামলে চলতে পারবে । কিন্তু কত দিন পারবে ? হাতের টাকায় যে কাঁটা দিন চলবে শুধু সে কাটা দিন! দুরাশা। কিনা জানে না, সে স্থির করেছিল চারিদিক বুঝে শুনে বিচার-বিবেচনা করে মাস দু’য়েকের মধ্যে কোন একটা রোজগারের ব্যবস্থা করে নেবে। যত সামান্যই হোক-নিয়মিত একটা উপার্জনের ব্যবস্থা । শাক-ভাত খেয়ে কোন রকমে হোগলার চালায় ভাই-বোন মাকে নিয়ে যাতে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা । কিন্তু উনান ধরিয়ে বাসন মেজে খাদ্য আর পথ্য রোধে, ভাই-বোনদের উনাইয়ে খাইয়ে, মারি সেবা করে যদি তার দিনটা কেটে যায়-ব্যবস্থা সে করবে কি করে ? ঘরেই যদি সে আটকে থাকে, বাইরে না বেরোতে পারে-তার পক্ষে কিছু করা কি সম্ভব ? ধোয়াটে উনানের সামনে বঁধানো রোয়াকে বসে তার মনে হয়, পরমেশ্বর যা বলেছিল প্ৰণবও যেন আবার তার কথারই প্ৰতিধ্বনি করে গেছে । একটা মীমাংসা দরকার। সে তো জানে যে শেষ পৰ্যন্ত তার দেহটাও বিক্ৰী করা দরকার হতে পারে !