পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SOS সাৰ্বজনীন মানুষটাকে দূর করে দিয়ে যদি আরেকজনের সাথে থাকি, লোকে একটু উ আঁা করবে-বাস। যেমন আছি তার চেয়ে ঢের ভালই থাকব! কদিন থাকবে ? ডুমুর চুপ করে থাকত। ২ ছেলেপিলের কি হবে ? এবারও ডুমুৱা চুপ করে থাকত। সে বেশ একটু ভড়কে গিয়েছে Caja i Cao || নলিনী বলত, না তোমার হিসেব ঠিক নয়। স্বামীকে নিয়ে থাকার অনেক সুবিধা, নইলে তুমি অনেক আগেই খেদিয়ে দিতে মানুষটাকে। বাড়াতাড়ি করে না, তােমার দিকটাও হিসেব করে চলে, তাই অবশ্য বরদাস্ত করে চলেছ । তারপর নলিনী হঠাৎ কথা পাণ্টে বলত, দুধে এত জল দাও কেন ? আমার দুটো বাচ্চা তোমাদের দুধ খাচ্ছে মনে রেখো ! নলিনী আধাসের দুধ রাখে, সে তাকে বসিয়ে রেখে জেরা করে আলাপ 5eV5 is সবিতারা দুধ রাখে না । কাজেই সবিতা তার সঙ্গে কথা কইবার জন্য ঘর ছেড়ে বেরিয়ে чиNS I বলত, ভাইটার জন্য এক পো দুধ রাখব ভাবি, তা রাখব কি দিয়ে। তুমি তো ভাই দিব্যি নিজে রোজগার করে খাও, কাউকে কেয়ার কর না। আমার হয়েছে মুন্ধিল। ৪ বিয়েই হল না, মুস্কিল কিসের গো ?

  • বিয়ে হলে তবু একটা লোক সম্বল থাকত!! আমার যে কেউ নেই।