পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বৰ্যজনীন SRVS, = সে কি আর আপনি থাকবেন । • এই রইলাম। শুধু আজ নয়, পুজোর ক'দিন তোমাদের এখানে কাটিয়ে যাব। তোমাদের সঙ্গে আনন্দ করব! তার উৎসাহ দেখে খুন্সী হয়ে সুরমা বলে, আমাদের আনন্দও বাড়বে। সমীর খাবার খেতে খেতে বলে, বাইরে থেকে প্ৰতিমা দেখেছি। আর প্ৰসাদ খেয়েছি। একেবারে পূজার হৈচৈ-এর মধ্যে কখনো থাকি নি। এবার সে অভিজ্ঞতা হবে । একটু হেসে বলে, আমায় অতিথির মত বসিয়ে রেখে শুধু আদর কোৱো না। কিন্তু ! আমাকেও খাটিয়ে নিতে হবে। ২। কাজের তো অন্ত নেই, আপনি লেগে যাবেন। অনেকক্ষণ মনের মধ্যে যে কথাটা ঘুরছিল এবার সমীর সেই কথাটা পাড়ে। বলে, তোমাদের তো খুব সমারোহ হয় পুজায় ! ৪ এ আর কি দেখছেন ? দেশের বাড়ীতে আরও কত লোকজন আসত, আরও কত বেশী হৈ চৈ হত ক’দিন ধরে। দশ বারটার কমে sांकन यांबद्दल बांबांब वन ऐछेऊ न । একটু থেমে বলে, বাবার কাছে এই পূজোর চেয়ে বড় কিছু নেই। আর সব ছাড়তে পারেন, পুজো বাদ দিতে পারবেন না। পরমেশ্বরকে সমীর বলে, যেচে নেমন্তান্ন নিলাম-পূজার কদিন sąęG R*

  • এই তো চাই। আনন্দ করতে কি নেমন্তল্পের মুখ চেয়ে থাকতে আছে ? যেচেই যোগ দিতে হয় !

২ এত হৈ চৈ আপনার ভাল লাগে ? ৪ সবাই আনন্দ করছে-ভাল লাগবে না ? রাত্রে খেতে বসে সমীর বলে, প্ল্যানটা একটু বদলাতে হল।