পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sw©ዓ সাৰ্বজনীন = দিদির কি অবস্থা হবে ভাবছি। সমীরবাবুর বাড়ীর যারা আসে তাদের সাজ-পোষাক চালচলন দেখেছি ? আমাদের গোঁয়োমি দেখে হাসােহাসি করছে। দিদি আর সমীরবাবুর সত্যিকারের ভালবাসা হলেও বরং কথা ছিল। ক’দিন ধোপে টিকবে ? খানিক থেমে প্ৰতিমা আবার বলে, ক’মাসের আলাপেই ওনাদের ভালবাসা জন্মে গেল! দেরী সয় না, তাড়াতাড়ি বিয়ে হওয়া bाझे ! পঙ্কজ একটু হেসে বলে, তোমার বাবার চেয়ে তোমার খুতখুতোনিই দেখছি বেশী। হিংসে হচ্ছে নাকি ? এই সঙ্গে তোমার হলেও চুকে যেত ? কিন্তু তুমি এখন বিয়ে করবে না, পড়বে, এতো জানাই আছে। কে বললে ? বল কি ! বিয়ের সাধ জেগেছে নাকি তোমার ? : সাধ জাগলেই বা আমায় বিয়ে করছে কে ? পঙ্কজ সত্যই আশ্চৰ্য্য হয়ে যায়। তার পড়ার ঘরে এসে এভাবে প্ৰতিমা কথা বলছে ! গত কয়েকদিনের পাগলামি আর আজকের এরকম গ্ৰাম্য ভাব তার কেন এল কোথা থেকে এল কে জানে | পঙ্কজ হাসিমুখেই বলে, লোকের কি অভাব আছে? বাবাকে জানালেই ছেলে খুঁজে এনে বিয়ে দিয়ে দেবেন। সেবার অত ভাল সম্বন্ধ এল, তুমি ঝগড়া করে সব ভেস্তে দিলে।

'&द्रक्रम ८ि 5ाशेन । একটা বই টেনে নিয়ে প্ৰতিমা পাতা উল্টায়। অগ্রহায়ণ এসে গেছে কিন্তু শীতের আমেজ ভাল করে টের পাওয়া যায় না। মুখ তুলে প্ৰতিমা বাইরের কুয়াশার দিকে তাকায়। কাছাকাছি আলোগুলিতে রহস্য ঘিরে রয়েছে। দুরের আলোগুলি হয়েছে অস্পষ্ট।