পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8S जनैौन ፃፉ বলে, এসে আমরা শুয়ে পড়ি। অনেক রাত হয়ে গেছে। এটা নিছক রোগ। কিন্তু হিষ্টিরিয়ায় কি মুখ চােখ এরকম হয়ে যায় ? চোখ এত লাল হয় ? কি করা যায় ? প্রতিমা ফুসে উঠে বলে, সমস্ত হিসাব নিকাশ আমি চুলোয় দিয়েছি। 5८8 ५८ ।। পঙ্কজ বলে, হিসাব নিকাশ ছাড়াও আমি তো আছি ? : থেকে কি লাভ হচ্ছে আমার ? মন্ত পুরুষ মানুষ! : তোমায় আমায় লাভের হিসাব তো জগত চলে না প্ৰতিমা । তোমার সত্যি অসুখ করেছে। বলে পঙ্কজ আবার আলো জালে । খাটের নীচে পঙ্কজেরই জুতা ছিল। প্ৰতিমা একটা জুতা ছুড়ে মারে পঙ্কজকে । বলে, তুমি যাও চলে, যাও সামনে থেকে । পঙ্কজ শাস্তভাবেই বলে, তোমার শরীর খারাপ তাই রাগ করছে। তোমাকে আদর করতেই তো এসেছি আমি । ঃ সত্যি ? প্ৰতিমা নিজেই হাত বাডিয়ে আলো নিভিয়ে দেয়। দু'হাতে পঙ্কজের গলা জড়িয়ে ধরে বলে, এসে । : ইস, তোমার গা যে পুড়ে যাচ্ছো! : যাক পুড়ে। বিছানায় এসো। ঃ চলে। কপালে জলপটি দিয়ে বাতাস করতে হবে। বরফ আনতে দিতে হবে। কানাইকে ডাকি ? আমি তোমার কাছে থাকি, কানাই ওসব নিয়ে আসুক। নইলে আমাকেই যেতে হবে।

না না, তুমি যেও না, কানাইকে ডাকো।