পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাৰ্বজনীন S88 নিজে বিছানায় গিয়ে শোয়-এ একেবারে রেয়ার কেস। আমার মনে হয় সমস্ত বিকারের ঝোকটা কনসেণ্টেটেড হয়েছিল বাড়ী ফেরায়, তাই এটা সম্ভব হয়েছে। রাতারাতি জ্বর জর কমে যাওয়ায় ওবাড়ীর সবাই যে প্ৰতিমাকে একেবারে ভুলে গিয়ে সুরমার বিয়ের উৎসবে মেতে থাকে তা নয়, তবে প্ৰতিমার সঙ্গে নির্জনে পাঁচ দশ মিনিট কথা বলার সুযোগ -পঙ্কজ পায় ।

কাল কোথায় গিয়েছিলে ?
বন্ধুর বাড়ী ।

মিলিদের বাড়ী ?

মিলি আমার বন্ধু নাকি ? রত্নার কাছে গিয়েছিলাম বিয়ের

gन्भ४भ कड़05 |

আগে কর নি ?
তারপর ?
তারপর ভাবলাম, কলকাতার দেখবার যায়গাগুলি তো অনেকদিন “দেখি নি। হাজার হাজার লোক রোজ দেখছে, আমি সেই যে ছেলেবেলা একবার দেখেছিলাম। আর যাওয়াই হয় নি। তাই ভাবলাম আজকে যতগুলি পারি দেখলে দোষ কি ?

প্রতিমা হাসবার চেষ্টা করে। এক রাত্রে তার মুখ হয়েছে সাতদিন কঠিন জর ভোগ করা রোগীর মত শুকনো। তারপর ?ি ঘুরে ঘুরে দেখলাম। প্রথমে গেলাম মিউজিয়মে, তারপর দুপুর --বেলা গেলাম চিড়িয়াখানায় ।