পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S (ER ভারতে ইউরোপীয়ান পৰ্যটক সেপ্টেম্বর মাসে গ্রীষ্ম ঋতু আরম্ভ হইয়া এপ্রিল মাসের শেষ দিবসে অবসান হয়। এই সময়ে আকাশ পরিষ্কার থাকে এবং কদাচিৎ বৃষ্টি হয়। এই সময়ে সকল জাহাজ সজ্জিত হইয়া যাত্রার জন্য প্ৰস্তুত হয়। রাজকীয় সৈন্যগণও এই সময়ে উপকূল ও বণিকৃদিগকে রক্ষাৰ্থ ব্ৰতী হয়। পূৰ্ব্বদিক হইতে বায়ুও প্রবাহিত হইতে থাকে । এই বায়ু মনোরম ও শীতল। তবে, প্ৰথম বাতাস প্রবাহিত হইবার কালে ও উহা শরীব স্পর্শ করিলে উহাতে অনেক ব্যাধি স্বাক্ট কবে । বস্তুতঃ ভারতবর্ষের ঋতু পরিবর্তন কালে নানাৰূপ ব্যাধি হয়। এই বায়ু গ্রীষ্মকালে সৰ্ব্বদাই প্ৰবাহিত হয় । ইহা মধ্যরাত্ৰিতে আরম্ভ হইয়া দ্বিপ্রহর পৰ্যন্ত থাকে। তবে সমুদ্র হইতে দশ মাইল দূরে প্রবাহিত হয় না। দিবা দ্বিপ্রহর হইতে রাত্ৰি দ্বিপ্রহরী পৰ্য্যন্ত পশ্চিমদিকের বায়ু প্ৰবাহিত্যু হয় । এই বায়ু সমুদ্রমধ্য হইতে প্ৰবাহিত হইয়া দেশমধ্যে আসিয়া থাকে। এই উভয় প্ৰকাব বায়ু ঠিক সময়েই প্রবাহিত হয় এবং এই উভয় বায়ু না থাকিলে অতিরিক্ত উষ্ণতার জন্য এই দেশে বাস করা अनgद श्ठ । ইহাও আশ্চর্য্যের বিষয় যে, যখন ভারতবর্ষের একদিকে অর্থাৎ দ্বিউ হইতে কমরীন অন্তরীপ পর্যন্ত শীত ঋতু থাকে, তখন কবমণ্ডল উপকূলে খ্ৰীষ্মঋতু অনুভূত হয়। উভয় উপকূলেব মধ্যে মাত্র ৭ • মাইল ব্যবধান এবং কোনস্থানে ২০ মাইল ব্যবধান ও উভয় স্থানই একই বৃত্তের অন্তর্গত। অধিক কি, কোচীন হইতে সেণ্ট টমাস এই উভয় স্থানই করমণ্ডল উপকূলে অবস্থিত হইলেও পৰ্ব্বত্বের একদিকে বর্ষ। অপর দিকে পরিষ্কার আকাশ দৃষ্ট হয়। ভারতবর্ষের বহির্দেশে ও আরব দেশের অর্মাজে যখন গ্ৰীষ্ম কাল, অপর দিকস্থ অন্তরীপ তখন ঝটিকা ও বৃষ্টিপূর্ণ থাকে।