পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y68 ভারতে ইউরোপীয়ান পৰ্যটক হয়, কিন্তু এতদ্দেশে ইহা দূষণীয় বলিয়া বিবেচিত হয় না ) ভারতবর্ষে কদাপি প্লেগ হয় নাই এবং অধিবাসীরা প্লেগের বিষয় অবগতও নহে ; কিন্তু বিষপ্রয়োগ ও যাদুগিরি-যদ্বারা তাহারা তাহদের স্বাস্থ্য নষ্ট ও জীবন নাশ করে—তাহদের দৈনিক কাৰ্য্য । ( পাথুরি ও অণ্ডকোষ বৃদ্ধি ইহাদের মধ্যে যথেষ্ট পরিমাণে দৃষ্ট হয়। বিবাহিত ব্যক্তিদিগের মধ্যে এই ব্যাধি অত্যধিক। দ্বিপ্রহরের পরে দুইঘণ্টা কাল ইহারা উদর অনাবৃত রাখে এবং সেই সময় একজন ক্রীতদাস ইহাদের পদ সেবা করে, একজন মস্তক টিপিয়া দেয়, তৃতীয় ব্যজনী সহকারে • মক্ষিকা দুৱীভূত করে। এই সময়ে ইহারা দিবানিদ্রাও উপভোগ করে । এবস্তপ্রকারে তাহারা দিবাভাগ অতিবাহিত করে এবং সেইজন্য ইহাদিগকে কুন্তোেদব বলে। গ্রীষ্ম ও শীত ঋতুর দিবারাত্র একই প্রকার দীর্ঘ-বিশেষ প্রভেদ নাই । ছয়টার সময় সুৰ্য্য উদিত হয় এবং সন্ধ্যা ছয়টায় অস্তাচলে গমন করে । সাধারণতঃ দ্বিপ্রহরে সুৰ্য্য মস্তকোপরি থাকে এবং সে সময় দেহের ছায়া দৃষ্ট হয় না। গোয়ায় উভয় মেরুই দৃষ্ট হয়। ভারতীয় পৌত্তলিকদের মধ্যে ব্ৰাহ্মণগণই সর্বাপেক্ষা সাধু এবং বর্তাহাদিগকেই সর্বাপেক্ষা সম্মান করা হয় । রাজ্যের প্রধান প্ৰধান কৰ্ম্মগুলি তাহারাই করেন। অধিকন্তু, তাহারাই পৈশাচিক মুক্তি অথবা ১ম শতাগণের পুরোহিত ও উপাসনকারী । , ভারতবাসিগণের মধ্যে তঁহাদের ক্ষমতা অপ্ৰতিহত । রাজা তাহদের পরামর্শ ও সম্মতি DkBBD BD DBDDD DBB BBBDD DDSSS DDDLDD DBBB BDDK দিগকে সহজে চিনিতে পারে সেইজন্য ও অন্যান্য জাতিভুক্ত ব্যক্তি হইতে তাহাদিগের প্রভেদার্থ তাহারা স্কন্ধাদেশ হইতে তিন” চারিটিী সূত্র বিলম্বিত রাখেন। জীবন বিপন্ন হইলুেও’ তাহারা এই সূত্র পরিত্যুাগ করেন না।