পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাৰ্বজনীন Sto শুনে সকলে খানিকটা স্বন্তি বোধ করে । কিন্তু বেশীদিনের জন্য নয় । আরেক পূজার দিন ঘনিয়ে আসে। মহেশ্বর একদিন একটি চিঠি পায় বিধুভুষণের । ভা সংবাদ । সুরমার সন্তান হবে জানা গিয়েছে। পরদিন মহেশ্বর মেয়েকে দেখতে যায়। বিধুভুষণকে অনুরোধ জানায় যে সুরমাকে কয়েকদিনের জন্য নিয়ে যেতে চায়, বাড়ীর মেয়েরা তাকে দেখবার জন্য ব্যাকুল হয়েছে । পূজোর সময় অবশ্য সে যাৰে। তখন ভারি মাস হবে সুরমার, একেবারে বাপের বাড়ীতেই থেকে যাবে। কিন্তু এখন কয়েকদিনের জন্য সুরমা একটু বেড়িয়ে আসবে। বিধুভুষণ বলে, ছেলে বাড়ী আনুক, বলব। ওই গিয়ে পৌছে দিয়ে আসবে । ঃঃ আপিস থেকে কখন ফেরে। সমীর ?

তার কিছু ঠিক নেই। কোন দিন দশটা হয়, কোন দিন এগারটাও বাজে। চাকরীতে ওর মন নেই, ব্যবসা করার ইচ্ছা। ওই সব ব্যাপার নিয়ে মেতে আছে।

পরদিন সন্ধ্যার পর সমীর আসে। একা । মহেশ্বর বলে, সুরমাকে আনলে না ?

কদিন বাদে আনিব। আমি একটু কাজে এসেছি ।

তার গম্ভীর অন্যমনস্ক ভাব দেখে মহেশ্বর অস্বন্তি বোধ করে। ঃ কি কাজ ?

আপনার সঙ্গে দরকারী কথা আছে।

শুনে রীতিমত ভয় করে। মহেশ্বরের।