পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাৰ্বজনীন SR

  • আমি পয়সার জন্য কারবার করতে নামব, সেটা চোরা কারবার

a crite KSKits vaV5 Ce be সুভাগিনী বলে, সে কথা যাক গে। কিন্তু আমরা অত টাকা কোথায় পাব বাবা ? জলের দরে সব বেচে দিয়ে এসেছি।-- মহেশ্বর বলে, এক বছরের মধ্যে ফিরে পাব জানলে দশ হাজার টাকা আমি তোমায় দিতে পারি। কিন্তু চোরা কারবার করার জন্য আমি তো টাকা দেব না। বাবা। তুমিই বা এদিকে যােচ্ছ কেন ? এ দুবুদ্ধি তোমার কেন হল ? সৎপথে থেকে শাক ভাত খাওয়া ভাল তবু অসৎ। পথে পা দিতে নেই। তোমার ভালর জন্যই বলছি, মরীচিকার পিছনে ছুটো না। এ ভাবে কোটি টাকা করেও জীবনে সুখী হতে পারবে না। সমীর বলে, চোরা কারবার ? আপনার ছেলে বলল বলেই কি আমি চোরা কারবারে নামছি ? আপনি গিয়ে খাতা-পত্র দেখে আসবেন । মহেশ্বর জিজ্ঞাসা করে, কি ব্যবসা করবে তুমি ? সমীর জবাবে বলে, আপনি টাকা দিতে পারবেন। কিনা বলুন। মাহশ্বর চুপ করে থাকে। অন্য কেউ কোন কথা কয় না । সমীর বিদায় না নিয়েই স্বশুর বাড়ী থেকে বেরিয়ে যায়। সাধন বলে, মদ খেয়ে এসেছে । গন্ধ পেলাম । মহেশ্বর বলে, মা ! মাগো ! পরমেশ্বর বলে, তোমাদের সবাইকার দেখছি নাড়ী ছাড়ার অবস্থা । মদ যদি খেয়েই থাকে-কত বড় আশার কথা যে একটি আবোল তাবোল। 夺ü可可窗1 মহেশ্বর কপাল চাপড়ে বলে, মদ খেয়েছে, তবু আশার কথা ?