পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SO সার্বজনীন পরমেশ্বর বলে, মদ কি ও নিজের ইচ্ছায় খেয়েছে? ওর কি সখ আছে মদ খাবার ? বেচারা শুধু টাকা চায়। মদ খাওয়ার বিরুদ্ধে প্রচার করে টাকা পেলে ও বেচারা মাতালদের গালাগালি দিত। সুভাগিনী বলে, রাগ করে গেল, মেয়েকে আর আসতে দেবে না। পরমেশ্বর ভরসা দিয়ে বলে, ন, ওসব করবে না। ও ছেলের প্রতিভা আছে, ওরকম সস্তা চালের দিকে যাবে না । ৭ দেখা যায়, তার কথাই ঠিক। পরের শনিবার বিকালে সমীর স্বরমাকে নিয়ে আসে, বোঝা যায় নিজেও শনি রবি দু’দিন থাকবার জন্য eSNs (3 ACPIC বলা মাত্র রাজী হয়ে যায়। টাকা পায় নি বলে রাগ করেছে মনে হয় না তার ব্যবহার দেখে । শুধু একটু বিষন্ন ও গম্ভীর হয়ে থাকে। তার চিন্তিত অন্যমনস্ক ভাব বিচলিত করে দেয় মহেশ্বরকে । জীবনে উন্নতি করবে, নিজের পথে উপরে উঠবে, সেজন্য সাহায্য চেয়েছে জামাই। টাকা দান চায় নি-চেয়েছে। ঋণ। একবছরের মধ্যে ফিরিয়ে দেবে। টাকা না পেয়ে রাগ করে নি, সম্পর্ক তুলে দেয় নি, শুধু অভিমান করে আছে। বড়ই অস্বস্তি বোধ করে। মহেশ্বর। মনে হয় মেয়ে জামাই দু'জনের কছে সে মন্ত অপরাধ করেছে। সুরমাকে সে বলে, দশ হাজার টাকা কোথায় পাব ? ক্ষমতা থাকলে চােখ কান বুজে দিয়ে দিতাম। এক পয়সা আসছে না ঘরে, অথচ খরচের অন্ত নেই। স্বরমা বলে, তুমি এক কাজ করলে তো পার ? তোমারও তো আয়ের একটা ব্যবস্থা করতে হরে-তুমিও ওর সঙ্গে ব্যবসা সুরু কর না ? টাকা ধার না দিয়ে এইভাবে দাও-তুমি থাকলে সামলে সুমলে চলতে