পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS সাৰ্বজনীন সমীর যে অধঃপাতে গেছে সে জন্য কি এতটুকু আপশোষ নেই। পরমেশ্বরের ? সমীর বলে, বড় হতে কে না চায় বলুন ? পরমেশ্বর হাসিমুখে মাথা নাড়ে, সবাই চায় না। অনেকে সুখীই হতে চায় না, বড় হতে চাইবে । সংসারে সকলে যাকে সুখ বলে, অনেকের পুরোমাত্রায় সেটা ভোগ করার সুযোগ থাকে। কিন্তু ওরকম সুখ তার ভাল লাগে না । সে ইচ্ছা করে চেষ্টা করে নানা রকম দুঃখ এনে কষ্ট পায়-কষ্ট ছাড়া জীবনটা তার মনে হয় একঘেয়ে, আলুনি। তুমি ইচ্ছা করলেই বড় হতে পার, কিন্তু তুমি ওই ক্ষমতাটা অন্যদিকে লাগাতে চাও। বড় হবার সাধ তোমার নেই! সমীর খানিক চুপ করে থাকে।

কোন দিক দিয়ে বড় হবার কথা বলছেন ?

ঃঃ টাকা-পয়সা মান-সন্ত্রম প্রভাব প্ৰতিপত্তি-যে ভাবে বড় হওয়াকে BBBB DDD DDD DBBDS DDBDB BBD DBD BBBDB JBDDB DBDYSS প্ৰতিমা ফেঁাড়ণ কেটে বলে, এখনো আছে ? এখনো আছে। কিন্তু ওই যে বললাম, যেটা তোমার আসল গুণ সেটাই হয়ে দাড়িয়েছে তোমার দোষ । ঃ কি রকম ? তোমার একটু সমাজ-বিরোধী ঝোক আছে। ঠিক বিরোধী ঝোঁক নয়, সমাজ সম্পর্কে উদাসীনতা । যারা বড় হয় সমাজ সম্পর্কে তাদেরও এক ধরণের উদাসীনতা থাকে-সমাজের সাধারণ চলতি নিয়ম-নীতি সম্পর্কে, সংস্কার সম্পর্কে । তারা অন্য মানুষের চেয়ে অনায়াসে। ওসবের উৰ্দ্ধে উঠতে পারে, ওসব তুচ্ছ করে দিতে পারে। কিন্তু সমাজ তাদের কাছে তুচ্ছ হয় না, সমাজের কাছে স্বীকৃতি পাওয়ার