পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SO সাৰ্বজনীন সমীর বাড়ীতেই ছিল। আজ ভোরে সে বেড়াতেও বাড়ীর বাইরে बांध नि । পরমেশ্বর বলে, টাকা বাড়ীতেই আছে। তবে পাওয়া যাবে কিনা गgन्ाङ् ।

कि ब्रकभ ?

ঃ সন্দেহ প্ৰকাশ করলেই জামাই ভীষণ চটে যাবে। সুটকেশ বিছানা নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ী ছেড়ে চলে যাবে। গায়ের জোর যদি খাটতে পার তাহলেই টাকাটা পাওয়া সম্ভব। তাই কি পারে মানুষ ? ঃঃ আমিও তাই বলছি। সমীরও সেই হিসাব করেছে। শুধু সন্দেহ করে যদি চুপ করে থাকে, ভালই। যদি সন্দেহ প্ৰকাশ কর, বাড়ী ছেড়ে চলে যাবার সুযোগ পাবে। সাধন বলে, সার্চ করব ? সুভাগিনী বলে, না । পরমেশ্বর বলে, বিপদ তো এইখানে। টাকা গেলে টাকা আসবে, छांभांझे c१८व्या आनंद ना । সুরমাকে প্ৰথমে কেউ জানায় নি । বেলা একটু বাড়তে সকলের রকম-সকম দেখে তার মনে লাগে খটকা। সে জিজ্ঞাসা করে, কি হয়েছে ? ? প্ৰতিমা বলে, বাবার টাকা চুরি গেছে। শুনেই মুখ বিবৰ্ণ হয়ে যায় সুরমার। সে যেন নিজেই চুরি করেছে किigलि ! মাথা হেঁট করে দাড়িয়ে সে খানিকক্ষণ ভাবে । তারপর ঘরে যায়। সমীর খাটে হেলান দিয়ে বসে কাগজ পড়ছিল।