পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sr. ভারতে ইউরোপীয়ান পৰ্যটক কোচীনে প্রচুর পরিমাণে শুক্তিও পাওয়া যায় ; কোচীন গুহইতে শুক্তি কুমারিকা অন্তরীপে রপ্তানি হয়। ভারতবর্ষে মৎস্য অত্যন্ত সুলভ। সামান্য পয়সায় এরূপ মৎস্য ও চাউল পাওয়া যায় যে উহাতে পাঁচ ছয় জন লোকে সুন্দর রূপে আহার করিতে পারে । গোয়ায় শীতঋতুতে, নদীমুখ রূদ্ধ হইলে, মৎস্যজীবিগণ একটী অত্যাশ্চৰ্য্য আকারের মৎস্য ধৃত করিয়াছিল। ভারতবর্ষে বা অন্যত্র এরূপ মৎস্য আর কোনদিন ধৃত হয় নাই । ইহা প্ৰধান ধৰ্ম্মযাজককে উপহার স্বরূপ প্ৰদান করা হইয়াছিল এবং তঁহার আদেশে ইহার চিত্ৰ প্ৰস্তুত হইরা স্পেনেব নরপতির নিকট প্রেরিত তইয়াছিল। ইহা আকারে একটি মধ্যমাকৃতি সারমেয়ের ন্যায় এবং বরাহের ন্যায়। ইহার শুণ্ড ছিল, ক্ষুদ্র চক্ষু ছিল, কৰ্ণ ছিল না। কিন্তু কর্ণের BBBB BD BDB DDBu uDu DDD SS DBD uu DiD uDuuB BDD কক্ষ মধ্যে বরাহেব ন্যায় শব্দ করিতে করিতে rদৗড়াইতেছিল । সর্বাঙ্গ লৌহ বা ইস্পাৎ অপেক্ষ দৃঢ় কণ্টকে আবৃত ছিল। মােজাম্বিক হইতে ভারতগামী একখানি জাহাজ অনুকূল বায়ুতে বিষুবরেখার দিকে একক্ষে কাল গমন করিয়া পরে দেখিতে পাইল যে, তাহারা বিন্দু ལུ་༠ ཨ་ནཱཀ་ཐག། তইয়া পশ্চাৎপদ হইয়াছে। অবশেষে প্রধান নাবিক অকস্মাৎ জাহাজের পশ্চাদিকে দৃষ্টিপাত করিয়া দেখিতে পাইলেন যে, একটী প্ৰকাণ্ড মৎস্য পুচ্ছদ্বারা জাহাজের হাল জড়াইয়া জাহাজকে তাহার গতির বিপরীতদিকে লইয়া যাইতেছে। ইহাতে তাহারা জাহাজের অগ্রসর না হইবার কারণ বুঝিতে পারিয়া অস্ত্রসহকারে মৎস্যের পুচ্ছ ছেদন করিল। মৎস্য rাহাজ ত্যাগ করাতে নাবিকেরা চতুর্দশ দিবসে ণোদায় পৌঁছিয়া তীব্ৰস্থ শাসনকৰ্ত্তাকে ঐ ঘটনা বিবৃত করাতে, डिनि.