পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লিনুসোটেনের ভ্রমণ-বৃত্তান্ত Sb ́G: এই ফলের শস্য হইতে তাহারা একপ্রকার তৈল নিষ্কাশন করে; এই তৈল ঔষধ ও ভোজনার্থ এবং প্ৰদীপের জন্যও ব্যবহার করা হয়। কোন কোন সময় ইহারা বৃক্ষগাত্রে ভাণ্ড ঝুলাইয়া একপ্রকার রস নিষ্কাশন করে। এই রসকে, সুরা বলে ; ইহা ঘোলের ন্যায় এবং অপেক্ষাকৃত মিষ্ট। এই সুরা একঘণ্টা রৌদ্রতপ্ত হইলে মদ্যে পরিণত হয়। BDBDBDBB D DBBB BDBDBS BB BKDBDS SDDDS DDS DDS BD S g তেজষ্কর ; ভারতবাসীরা এবং পর্তুগীজগণও ইহা পান করে। অন্মাজ হইতে আনীত কিসমিস। এই মদ্যে পক্ষাধিক কাল রক্ষা করিলে ইহা লোহিত বর্ণে পরিণত হয় এবং তখন ইহা বর্ণে ও স্বাদে পৰ্ত্ত গালের মদ্যের ন্যায় হয় এবং এইরূপ অবস্থায় ইহা বঙ্গদেশ, মালাকা, চীন ও অন্যান্যস্থানে রপ্তানি হয়। পূৰ্ব্বোক্ত সুরা হইতে “তাতারা এক প্ৰকার চিনিও (১১) প্ৰস্তুত কবে। ইহা বিশেষরূপে আদৃত হয় না। বৃক্ষেব অভ্যন্তরস্থ সার কাগজের কাজ করে। ভারতবাসীদের পুস্তকাদি এই কাগজে লিখিত হয়। এই তাল বৃক্ষের বজু•তৈল ও অন্যান্য দ্রব্য কইরোতে রপ্তানি হয়। ভারতবর্ষে অন্য এক প্ৰকার বৃক্ষ আছে- ইত্যা অত্যন্ত আশ্চৰ্য্য জনক। প্ৰথমে ইহা অন্যান্য বৃক্ষের ন্যায় জন্মে , পরে ইহাব শাখা প্ৰশাখার মূল হইতে থাকে এবং এই সকল মূল নিম্নগামী হইয়া ভূমিতে আশ্ৰয় গ্ৰহণ করে। বৃক্ষ যতই বড় হইতে থাকে। ইহারু (খা প্রশাখা এবং তৎসংলগ্ন মূলগুলিও দিনে দিনে বৃদ্ধি পায় এবং ইহা অনেকখানি স্থান অধিকার করে। (১২) でリ ーF (**) लिप्नांन्ि श्रीक "Jagra o इशांश्मि । ফন্টু ৪১ পৃষ্ঠা দ্রষ্টব্য। (১২) এই প্ৰহ্মঙ্গে গ্ৰীকৃগণ গণিত বটবৃক্ষের বর্ণনা, সমমাময়িক ভাবতে দ্রষ্টব্য।