পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मर्दछनौन Svs. সকালে হঠাৎ প্রতিমা তার কাছে আসে। * একটা কাজ করা যায় না ? আপনাদের পূজাটা আমাদের বাড়ীতে কৱলে হয় না ? উৎকণ্ঠায় কালো হয়ে গেছে মেয়েটার মুখ। পূজা বন্ধ হওয়ার জন্য তার যত না দুঃখ হয়েছে, বাপের চিন্তাতেই সে হয়ে পড়েছে কাহিল। এ ধাক্কা সামলে উঠে মহেশ্বর কি বঁাচবে ? কিন্তু মিথ্যা। আশা জাগিয়ে লাভ নেই। পঙ্কজকে বলতে হয় যে সাৰ্বজনীন পূজা কারো বাড়ীতে করা যায় না। দশজনে সেটা যানৰে কেন ? প্ৰতিমা বলে, দশজনকে যদি বুঝিয়ে বলা যায় ? সবাই তারা পাড়ার লোক, বাবাকে ভালও বাসেন অনেকে। পূজো তো এক যাগায় আপনাদের করতেই হবে-আমরা বাড়ীটা আপনাদের ছেড়ে দেব। মাঠে প্যাণ্ডেল তোলার খরচাটা আপনাদের বেঁচে যাবে। কথাটা মনে লাগে পঙ্কজের। মহেশ্বরের খাতিরে যদিই বা না হয়, অন্ততঃ প্যাণ্ডেল বঁধার খরচ বঁাচাবার যুক্তিতে অনেকে রাজী হবে। খরচটাই তাদের পাড়ার পূজার আসল সমস্যা। কিন্তু মহেশ্বর রাজী হবে কি ? প্ৰতিমার সঙ্গে পঙ্কজ তাদের বাড়ী যায়। ফাকা জমিটুকু পেরোবার সময় লক্ষ্য করে প্রতিমার পরণের শাড়ীটা কয়েক জাগায় সেলাই করা হলেও ছেড়া রয়ে গেছে। সাবধানে গায়ে জড়িয়ে রেখেছে শাড়ীটা । হাটতে পৰ্য্যন্ত অসুবিধা হয়। তার কথা শুনে মহেশ্বরের শীর্ণ মুখে হাসি ফোটে। * তোমরা ক্ষেপেছ নাকি? দশজনের পুজো কখনো কারো বাড়ীতে হয় ? না, হওয়াতে পারলেও সেটা করতে আছে ?