পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

esa oc ১৫৯৯ খৃষ্টাব্দের, ফেব্রুয়ারী মাসের দ্বাদশ তারিখে আমি বণিক জন মিলডেনহল, লণ্ডন श्ऊँ :পূর্বাঞ্চলে গমন করিবার জন্য “হেক্টর" জাহাজে যাত্ৰা করি। ঐ বৎসরের এপ্ৰিল মাসের ২৭ তারিখে আমরা জাণ্টি পৌছিয়া, তথা হইতে স্মাৰ্ণা ও পরে ২৯শে অক্টোবর কনষ্টান্টিনোপলে উপনীত হই। আমি কনষ্টান্টিনোপলে ১৬০০ সালের মে মাস পৰ্যন্ত অপেক্ষা করি । তথা হইতে আমি মে মাসের ২৪শে তারিখে আলেপ্পো উপস্থিত হইয়া ৭ই জুলাই পৰ্যন্ত অতিবাহিত করি। আলেপ্পো হইতে আৰ্ম্মেনিয়ান, পারসীক, তুরকী বণিক ও কাটরীট নামক ইংরাজ ধৰ্ম্মযাজকের সঙ্গে বীররায় গমন করি। এই নগর ইউফ্রেটস নদীতীরে অবস্থিত । বীররা হইতে আমরা কারী:সিটু হইয়া বিটেলীসে গমন করি । শেষো শুক্ত স্থান কুর্দ নামক জাতির অধীন। কনষ্টান্টিনোপল হইতে এই স্থান সাত দিবসের ব্যবধান। এই স্থান ত্যাগ করিয়া নানাস্থান হইয়া আমরা পারস্যের অন্তৰ্গত কাসবীনে উপস্থিত হইয়া ত্রিশ দিবস অতিবাহিত করি। কাসবীন হইতে কমু ও তথা হইতে কাসানে গমন কল্পি। ধৰ্ম্মযাজক কার্টরীট এই স্থান হইতে পারস্যের রাজধানী হাঁসপাহানে, গমন করেন। কাসান হইতে নানাস্থান হইয়া আমি কান্দাহারে উপনীত হই। 7