পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিলডেনহলের পরিশিষ্ট মিলডেনহল যে আশা করিয়াছিলেন যে তাঙ্গার সম্পাদিত “সন্ধি’তে ইংরাজিজাতি বিশেষ ফললাভ করিবেন তাহা সফল হয় নাই। প্ৰকৃত পক্ষে মিলডেনহলের বর্ণিত আখ্যান কতদূর প্রত্যয়যোগ্য সে সম্বন্ধেও সন্দেহ আছে। সম্ভবতঃ তিনি কিছু আশ্বাস মাত্ৰ পাইয়াছিলেন। মিলডেনহল প্ৰতারিত হইয়াছিলেন কি তিনি স্বেচ্ছাপূর্বক এক কাহিনী লিপিবদ্ধ করিয়াছিলেন, সেই সকল বিষয়ে কোন স্থির সিদ্ধান্তে উপনীত छ७म्रांद्र नख्छांदन नांशे । মিলডেনহল নিজের কৃতিত্বই অধিক লিপিবদ্ধ করিয়াছেন ; মোগল সাম্রাজ্যের সামাজিক বা রাজনৈতিক বৃত্তান্ত কিছুই উল্লেখ করেন নাই এবং সে হিসাবে ইহা মূল্যবান নহে। বাদশাহের দরবার সংক্রান্ত অত্যন্ন বিষয়ই র্তাহার বৃত্তান্তে অবগত হওয়া যায় ।