পাতা:সমসাময়িক ভারত ইউরোপীয়ান্‌ পর্য্যটক (প্রথম খণ্ড).pdf/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকবরের দরবারে জিসুইট সম্রাটের ਜਿਕ উদারনৈতিক বা শিথিল ধৰ্ম্ম প্ৰাণতার জন্যই হউক। অথবা জিমুইটদিগের অনুরঞ্জন করিবার ক্ষমতা থাকবে জন্যই হউক জিসুইটগণ দরবারে যথেষ্ট প্রতিপত্তি লাভ” কবিয়াছিলেন । জিসুইটগণ সাধারণতঃ প্ৰাচ্য দেশীষ • ধম্মাচারেব সম্বন্ধে বিশেষ কোন বিরুদ্ধমত প্ৰকাশ করিতে না পারিয়া যতদূর সম্ভব ঐ সকলোব সহিত নিজেদের ধৰ্ম্মাচরণ বিধি যোগ করিয়া দিতেন । জিসুইটদিগেবি দ্বারা খ্ৰীষ্টধৰ্ম্মে দীক্ষিত হিন্দুগণের স্বীয় জাতিগত আচােব ব্যবহার যে পরিত্যাগ করিতে হইত না তাহার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। এই কাবণেই দাক্ষিণাত্যে উহারা অনেককে গ্ৰীষ্টধৰ্ম্মে দীক্ষিত করিতে সমর্থ হইয়াছিলেন । ১৫৭৫ খ্ৰীষ্টাব্দে আকবর ফতেপুর শিক্‌রিতে একটি মসজিদ প্ৰস্তুত করেন। নামে মসজিদ হইলে ও বস্তুতঃ ঐ স্থানে সকল ধৰ্ম্মোই যাজক গণ একত্ৰ হইয়া সম্রাটের সম্মুখে নিজ নিজ ধৰ্ম্মেব প্ৰাধান্য প্রমাণের জন্য বাদানুবাদ করিতেন । অলবদেীনি র্তাহার ‘মন্তাখাবি উত্তোয়ারিক।” গ্রন্থে লিখিয়াছেন যে “ইউরোপের ধৰ্ম্ম যাজক গণের শ্ৰেষ্ঠ মুজতাহিদ (যিনি “পাপা!” নামে খ্যাত এবং র্যাহার আদেশ ইউরোপের নরপতিগণও অমান্য করিতে সাহসী হন নয় ) কর্তৃক ‘প্রেরিত পাদরীগণ বাইবেলসহ এদেশে আসিয়া, সম্রাটের আন্দুেশে ভগবানের ত্রিত্ব ও খ্ৰীষ্টধৰ্ম্ম প্রচার করিতে থাকেন। সম্রাটু ব্লাজকুমার মুবাদকে উক্ত পাদরীগণের নিকট বিস্তাশিক্ষার জন্য প্রেরণ করেন। সেখ আবুল ফজল উহাদের ধৰ্ম্ম 8ܬ--؟*-à \S)