পাতা:জয় পরাজয় - পাঁচকড়ি দে.pdf/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nà RS জয় পরাজয় “তোমার কথায় আমি ভাল ভাল মোকদম ছাড়িয়া দিয়াছি, এ সব বে-আইনী-বিশেষ এ রকম মামলা ধরিলে খোসনামও আছে ।” “আগে ডাকাতটা ধরা যাক, তাহার পর সকলই হইতে পারবে ।” “ডাকাত ধরা যাইবে না, লাভের মধ্যে মোকদ্দমা ক’ঢ়া মাটি হইল, কি মস্কিল । এমন লোকের হাতেও আমি পড়িয়াছি।” “যাহা হউক, দুই-একদিন অপেক্ষা করুন আমার বিশ্বাস, দুই একদিনের মধ্যে ডাকাতি হইবে, তখন আমরা এ ডাকাত নিশ্চয়ই ধরিতে পারিব।” “এতদিন তোমার অনুরোধ রাখিয়াছি, এবারও রাখিব ; কিন্তু স্পষ্ট বলিতেছি, আর কোন কথা শুনিব না, তোমার জন্য আমার ভাল ভাল ক’টা মামলা একদম মাটি হইয়া গেল।” আমি আর কোন কথা না কহিয়া রাসমণিকে ফয়জাবাদে পাঠাইবার জন্য সঙ্গে করিয়া কলিকাতায় আনিলাম । অমূল্যের কোন বিশ্বাসী লোক দিয়া তাহাকে পশ্চিমে পাঠানই আমার অভিপ্ৰায়। আমার পরিচিত লোক কেহই ছিল না, পুলিসের লোকের সঙ্গে তাহাকে পাঠাইতে আমার क्षेफ्रका छिवा न्ा । আমাদের নৌকা বড়বাজারের ঘাটে লাগিল । আমি রাসমণিকে লইয়া ঘাটে নামিলাম । রাসমণি সেখানে কাহাকে দেখিয়া বলিয়া উঠিল, “এই ষে আমার বোন ।” আমি বিস্মিত হইয় তাহার দিকে চাহিলাম । ভাবিলাম, “ম্যাগীটা আবার একটা ফন্দী খাটাইবার চেষ্টা করিতেছে । আমি বলিলাম, “তোর বোন সে ত ফয়জাবাদে ?” রাসমণি সোৎসাহে বলিয়া উঠিল, “না-না। -- ঐ ষে ঘাটে এক গলা জলে দাড়িয়ে রয়েছে ।”