পাতা:জয় পরাজয় - পাঁচকড়ি দে.pdf/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R O 西项外夺f9项 লোচন উত্তর দিবার পূর্বোচ্চ বালিকা বলিল, “আমার নাম কুঞ্জআমি বেদিনী ।” লোচন ভক্তকুটি করিল-বিরক্ত হঠল । বিরক্তভাবে তাহার দিকে চাহিল ! তাহাতে কুঞ্জ যেন নিতান্ত অনিচ্ছাসত্ত্বে সে স্থান পরিত্যাগ করিয়া গেল। তখন লোচন আমার দিকে ফিরিয়া বলিল, “বুঝিয়াছি, বাবু একে দেখে আশ্চৰ্য্য হয়েছেন—হবারই যে কথা, ও ঠিক আমাদের মত নয় । শুর মাকে পশ্চিমের এক বড় লাল বিয়ে করেছিল ; তার পর বাপ মা দুজনেই ম’রে গেলে আমরাই ওকে এনে মানুষ করছি।” আমি উঠিলাম। যাইতে যাইতে কথায় কথায় বলিলাম, “লোচন, তোমরা ত অনেক জায়গায় যাও, এ দ্য ডাকাতের বিষয় কিছু শুনিয়াছ ?” সে বলিল, “না মশাই, আমরা কাহারও কোন কথায় থাকি না।” কুঞ্জ আমাদের পশ্চাতে আসিতেছিল, তাহা আমি বা লোচন. কেহই দেখি নাই, সে বলিয়; উঠিল, “আমি-কেন সেই কাইয়-” লোচন বিরক্তভাবে তাহার দিকে চাহিচয় তাহাকে ধমক দিল ; তাহার পর বলিল, আমরা দুঃখী মানুষ, আমরা কঁহিয়ার কি ধার ধারি ? ( কুঞ্জের প্ৰতি । তু% আমাদের সঙ্গে আসছিস কেন ?” কুঞ্জ ফিরিয়া গেল। আমি লোচনের সহিত নানা কথা কহিতে কহিতে সহরের দিকে চলিলাম। কিযুদ্ধর আসিয়া সে-ও ফিরিয়া গেল । আমি আসিতে আসিতে ভাবিলাম, “বোধ হইতেছে, এই বালিকা ডাকাতির সম্বন্ধে কিছু জানে, নতুবা আমি ডাকাতের কথা জিজ্ঞাসা করায় সে কঁইয়ার কথা বলিল কেন ? কঁইয়-এ কে ? কি জাত ? কোথায় আসিদ্ধামিল. কেন আসিয়াছিল ? আমি যে হোটেলে আছি, সেখানে ছিল না ত ?” মনে মনে এইরূপ আন্দোলন করিতে করিতে আমি হোটেলে ফিরিলাম *