পাতা:জয় পরাজয় - পাঁচকড়ি দে.pdf/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জয় পরাজয় । SS আমি । ডাকাতি আরম্ভ করে ? রাস । তা জানি না । আমি ! তুই সব জানিস্-বজ্জাত মাগী ! তোরা কুঞ্জকে কার কাছে বৈচেছিলি ? রাস। লক্ষেী এর এক লালার কাছে।--তার ছেলে-মেয়ে ছিল না, তাই সে এ মেয়েটাকে দেখে মানুষ করতে চেয়েছিল - অনেক টাকা দিয়েছিল । আমি । সে কুঞ্জকে বাঙ্গালীর মেয়ে ব’লে জানত । রাস । জানত না ত আর কি করুত ঠা আমি । কি জন্য অন্য লোকে মেয়ে কিনাত ‘’ রাস । বাইজী পানাবার জন্যে - আমাদের সে মেয়েটা খুব বড বাইজী হয়েছে। আমি । কোন মেয়েট % রাস । সেই আর একটা ! আমি । সেটাকে কোথা থেকে চুরি করেছিলি রাস ২ ভাগলপুর পেকে । আমি !! তবে সে বাঙ্গালী নয় ৮ রাস । না, সে একটা দোকানীর মেয়ে। আমি। কুঞ্জ যার মেয়ে, তিনি কি খুব বড় লোক ; রাস । হা, তার খুব মস্ত বাড়ী । আমি ; তবে সে তোদের ধন্বতে পারলে না কেন ? রাস। লোচন সেই রাত্রেই একে নৌকা ক'রে লক্ষ্মৌ চালান দিয়ে। छिन | আমি । তুই ভিকরাজকে চিনিস ?