পাতা:জয় পরাজয় - পাঁচকড়ি দে.pdf/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਫਣੇ ਵਿ রণোত্র প্রসাদের কথা শুনিয়া ও ভাবভঙ্গী দেখিয়া ঝাৎ করিয়া সকলের মনে সেই ডাকাতের কথা উদিত হইল ; কিন্তু কাহারও মুখে কথা ফুটিল না-সকলেই অবাক । তখন আমার আত্মীয় জিজ্ঞাসা করিলেন, “ব্যাপার কি ? কি ইয়াছে ?” বুণে “” প্ৰসাদ গৃহমধ্যে আসিয়া বসিয়া পড়িলেন । মাথায় হাত দিয়া বলিলেন, “আর ব্যাপার কি ! সব কেড়ে নিয়ে গেছে!” এবার সকলেই সমস্বরে বলিয়া উঠিলেন, “কে-কে ?” রণে"ন্দ্ৰপ্ৰসাদ বলিলেন, ‘আমি পান্ধী করিয়া আসিতেছি, পান্ধীর ভিতরে আমার টাকা-কড়ি জহরতের বাক্স ছিল, লোকজন আমার একটু পিছনে পড়িয়ছিল ; এমন সময়ে একজন মুখসপার ঘোড়-সওয়ার দুই হাতে দুইটা পিস্তল, একেবারে পান্ধীর সম্মুখে-গুলি করে আর কি ! প্ৰাণের ভয়ে বাক্সটী দিয়া প্ৰাণে বঁচিয়া আসিয়াছি-কিন্তু সৰ্ব্বস্বান্ত হইয়াছি-যথাসৰ্ব্বস্ব গিয়াছে ।” আমরা সকলে সমস্বরে বলিয়া উঠিলাম, "সেই ডাকাত ” তখন রণেন্দ্ৰপ্ৰসাদ ব্যাকুলভাবে সকলকে সম্বোধন করিয়া বলিলেন, “মহাশয়, পুলিসে সংবাদ দিন।” কেহ কোন কথা কহিলেন না। আমরা সকলেই জানিতাম, পুলিস কিছুই করিতে পরিবে না। পূর্বে যে কয়েকবার এইরূপ ডাকাতি হইয়াছিল, পলি" প্রাণপণ চেষ্টায় এ পর্যন্ত তাহার কিছু কিনারা করিতে