পাতা:জয় পরাজয় - পাঁচকড়ি দে.pdf/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জয় পরাজয় Sr. এই বলিয়া সে সত্বর সেইদিকে ছুটিল। আমি ভাবিলাম, বদমাইস মাগী আমার হাত হইতে পলায় । আমিও তাহার সঙ্গে সঙ্গে ছুটিলাম । কিন্তু দেখিলাম, সে যথার্থই সেই ঘাটে গিয়া এক হাটু জলে নামিয়া দাড়াইল এবং কাহাকে ‘বাহিন, বাহিন” করিয়া ডাকিতে লাগিল । যাহাকে ডাকিল, সে রাসমণিকে দেখিয়া বিস্মিত হইয়া উঠিল ; বলিল, “বাহিনএখানে ” রাসমণি তাহাকে কি বলিয়া আমাকে দেখা হয় দিল । তখন তাহারা উভয়ে আমার নিকটে আসিল । রাসমণি বলিল, “আমার কোন বাইজীর সঙ্গে কলকাতায় এসেছে, তবে আমি কার কাছে ফয়জাবাদে যাব ?” আমি তাহার কথা বিশ্বাস করিলাম না ; এই সকলই যে তাহার কৌশল ও বজাতি, তাহা আমার স্পষ্ট বোধ হইল, আমি অপর স্ত্রালোকের দিকে ফিরিয়া বলিলাম, “একি তোমার বোন • ” সে বলিল, “ই, আমরা দুজনেই বোন ; বোন লোচনকে বে করেছিল, আমার স্বামী ম'রে যাবার পর থেকে চাকরী কবছি। ” “কোথায় তুমি চাকরী কর ৮* “এক বাইজার কাছে ?” “সে বাইজীর নাম কি ?” “বাইজীর নাম মনিয়া ।” আমি এ নাম শুনিয়া আশ্চয্যান্বিত হইলাম । মনিয়া, যে মনিয়াকে আমি চিনি, সে কি এই মনিয়া । আমি বলিলাম, “তোমার বাইজা কি মুর্শিদাবাদ হইতে এখানে আসিয়াছে ?” সে বলিল, “হা, আমরা আবার দুই-একদিনের মধ্যে ফয়জাবাদে ফিরিয়া যাইব ।” রাসমণি বলিল, “তা’ হ’লে আমি এদের সঙ্গেই যাব ।”