পাতা:জয় পরাজয় - পাঁচকড়ি দে.pdf/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জয় পরাজয় ԳS) আমি জিজ্ঞাসা করিলাম, “কিরূপে সু” দারোগ সাহেব হাসিয়া বলিলেন, “ভায় হে, গোয়েন্দাগিরি বড় কঠিন ব্যাপার, তুমি ষে গাড়ীখানায় ছিলে, সেই গাড়ীর কোচ - ম্যানকৈ বাহির করিয়াছিলাম। সে বলিল, “এই গলির ভিতরে বাবু, ছোকরার সঙ্গে নেমে গেছেন। আমাকে অপেক্ষা করতে বলেছিলেন, কিন্তু আমি সকাল পয্যন্ত অপেক্ষা করেছিলাম ; কিন্তু তিনি আর ফিরেন নাই ।” এ সন্ধান ফতে আলি দারোগা ভিন্ন আর কেহ করিতে পারিত Հր 1* অমূল্য বলিল, “কুঞ্জ তোমার উদ্ধারে না গেলে কি যে হইত, বলা যায় व्पो ।” দারোগা সাহেব বলিলেন, “তাহা হইলে অমর বাবুকে নিশ্চয় মক্কা দেখিতে হত ত-বড় মন্দ হইত না ।” অমূল্য ! দারোগা সাহেব, কালই এই দু-ণে টাকে গ্রেপ্তার করুন । দারোগা । শক্ত-দু-বেঢ়িাই নিরুদ্দেশ । আমি । দারোগ সাহেবকে আমি আগেই বলিয়াছি-এখনও বলি, আমার জন্য এই দু'জনকে ধরিলে ইহাদের দল ধরা যাইবে না । আমাদের অপেক্ষা করিতে হইবে । এইবার ইতারা অন্ততঃ একবার শেষ ডাকাতি করিবে-তাহা হইলে তখন যাতাতে সমস্ত দলটা ধরা যায়, তাহার চেষ্টা করিতে হইবে । বিশেষতঃ যে ডাকাতি করে, সে-ই সর্দার-তাহাকেই ধরাই আগে দরকার। দারোগ সাহেব গম্ভীরভাবে বলিলেন, “এ কথা ঠিক ।” অমূল্য। এ, লোকটা কে ? ফতে , কোন লোকটা ? অমূল্য। যে এই ডাকাতি করে