পাতা:পুরাতন পঞ্জিকা - জলধর সেন.pdf/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qሻ*-Œቷቖፃ ! দিন নাই, রাত্রি নাই, সময় নাই, অসময় নাই, যখন আমার সঙ্গে ঠাহার সাক্ষাৎ হইয়াছে, তখনই সেই নােট-বুক বাহির হইয়াছে এবং প্রায় এক ঘণ্টা, কোন কোন দিন তাহা সুপেক্ষাও অধিক সময় ধরিয়া তাহার সমস্ত প্রশ্নের জবাব লিখিয়া দিতে হইয়াছে। আর সেই সমস্ত প্রশ্নের উপর আবার জেরা ; আমি ত, একেবারে হয়রান হইয়া গিয়াছিলাম। তবুও, যাহা হউক, মনে একটা বিশ্বাস ছিল যে, বন্ধুবর পূর্ববন্ধে ভ্ৰমণ করিয়া গৃহে প্ৰত্যাগত হইয়াই প্ৰকাণ্ড একখানি ভ্রমণবৃত্তান্ত লিখিবেন, এবং DBDDDSYSLLDSS S BDDBKS L S DDDSYDBD LDELSLLLBSDB স্বত্বাধিকারী ও দপ্তরী মহাশয়ের কিছু লাভ নিশ্চয়ই হইবে ; এবং সংবাদপত্রের সম্পাদক মহোদয়গণ দুই এক মাস ক্রমাগত অনেক তোষামোদ শুনিতে পাইবেন। সে কথা থাক, বহুকষ্টে অনেক পরিশ্রমে, বড়বাজার, চিনেবাজার, রাধাবাজার, চাদনী, বহুবাজার প্রভৃতি স্থান ঘুরিয়া বন্ধুবর তীহার ভ্রমণের সমস্ত সরঞ্জাম সংগ্ৰহ করিলেন । আমি কিন্তু তাহাকে বলিয়ছিলাম যে, আমাকে যদি পশ্চিম কি দক্ষিণ ভারতে যাইবার জন্য এই দণ্ডে অনুরোধ BBS DBDD DDB DBBD DBBDDDS BDBBDDBu DB BDBB gE BDD হইতে ঐ উড়নী চাদর এবং একখানি পিচের ছড়ি লইয়া এখনই বাহির BDBD DSgE BBDEES DBSDLuB BDDS DDDDD DDKS DD যথাসময়ে ঘরের ছেলে ঘরে ফিরিতে পারি। বন্ধুবর এ কথা মােটেই বিশ্বাস করিতে চান না, বিছুই বিদেশে কোন জিনিসের দরকার হইলে,-“ষনে। কর একখানি সাবানের দরকার,-তখন কোথায় তাহা পাওয়া যায় ? বলিতে চাহিয়াছিলাম, এত যার জঞ্জাল, যার এতগুলি উন্নকুটী চৌষষ্টি দরকার, তাহার পক্ষে ক্ষুদ্র-গৃহ-কোণ এবং আফিসের চেয়ারই প্রশস্ত স্থান। কিন্তু বন্ধুবরকে সে কথা বলু। তখন উচিত মনে করি নাই। NS