পাতা:সাহিত্য পরিষৎ পত্রিকা (বিংশ ভাগ).pdf/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাড়িতবিজ্ঞানের পরিভাষাঃ বঙ্গভাষায় পদার্থবিজ্ঞানের পুর্ণাঙ্গ গ্ৰন্থ একখানিও নাই। সম্ভবতঃ এই অভাবের অন্যতম কারণ পারিভাষিক শব্দের অসদ্ভাব। বাঙ্গালা ভাষায় লিখিত পদার্থবিজ্ঞাবিষয়ক উল্লেখযোগ্য পুস্তকের সংখ্যা অধিক নহে। ৬/ভূদেব মুখোপাধ্যায়-প্রণীত “যন্ত্রবিজ্ঞানে” পদার্থ বিজ্ঞানের একটি বিশিষ্ট অংশ-ইংরাজীতে যাহাকে mechanics বলে, ঐ অংশ আলোচিত হইয়াছে। কিছুদিন পুৰ্ব্বে অধ্যাপক শ্ৰীযুক্ত রামেন্দ্ৰ সুন্দর ত্ৰিবেদী এম এ মহাশয়ের সম্পাদকতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ী হইতে “পদার্থবিজ্ঞানের স্থূল মৰ্ম্ম” নামধেয় একখানি ক্ষুদ্র পুস্তক প্ৰকাশিত হইয়াছিল। উহাতে জড়ের গতি, শব্দ, তাপ, আলোক, চুম্বক ও তাড়িত প্ৰভৃতি পদার্থ-বিজ্ঞানের বিভিন্ন অধ্যায় আলোচিত হইলে ও উহা পদার্থবিজ্ঞানের “স্থূলমৰ্ম্ম৷” মাত্ৰ। শ্ৰীযুক্ত যোগেশচন্দ্র রায় মহাশয় প্রণীত পদার্থবিদ্যা বিষয়ক পুস্তক খানিও বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষার উপযোগী পুস্তক মাত্ৰ। শ্ৰীযুক্ত রামেন্দ্ৰ সুন্দর ত্ৰিবেদী মহাশয়-প্ৰণীত “পদার্থবিদ্যা” নামক স্কুলপাঠ্য পুস্তক শিক্ষাপ্রদ, কিন্তু উহার আলোচ্য বিষয়ের পরিসর অত্যন্ত অল্প, শুধু গতি ও তাপবিজ্ঞানের কিয়দংশ । “প্রকৃতি” ও “ জিজ্ঞাস” নামক পুস্তকদ্বয়ে সঙ্কলিত রামেন্দ্ৰ বাবুর বৈজ্ঞানিক ও দার্শনিক প্ৰবন্ধসমূহ বঙ্গভাধায় গৌরবের সামগ্ৰী ; কিন্তু ঐ গ্রন্থদ্বয় বিপুল বিজ্ঞান-শরীরের কয়েকটি বিচ্ছিন্ন অঙ্গের সমাবেশ মাত্র, বিজ্ঞানের সর্বাবয়বসম্পন্ন পুর্ণমূৰ্ত্তি নহে। রামেন্দ্র বাবুর “জগৎকথা” প্রকাশিত হইলে, হয় ত, এই অভাব অনেকটা দূরীভূত হইবে। শ্ৰীযুক্ত জগদানন্দ রায় মহাশয়-প্রণীত “প্রকৃতি-পরিচয়” নামক পুস্তকখানি বিবিধ তথ্যপুর্ণ হইলেও উহাদ্বারা বঙ্গভাষার সাহায্যে বিজ্ঞানশিক্ষার্থীর অভাব দূরীভূত হয় না। মোটের উপর এ পৰ্য্যন্ত বঙ্গভাষায় যে সকল তথ্যপুর্ণ প্ৰবন্ধাদি প্রকাশিত হয়েছে, তাহাতে BgTBDDBDDS DBBttBDBBD D0D SBDDSDDBSBD DDESE BBS BD0DS S DLLS বৰ্ত্তমানে এই সকল বিষয় লইয়া র্যাহারা গ্ৰন্থ লিখিবেন, ভরসা হয়, পারিভাষিক শব্দের জন্য তাহাদের বিশেষ বেগ পাইতে হইবে না ; কিন্তু তাড়ি ৩বিজ্ঞান ও চুম্বকবিজ্ঞান সম্বন্ধে DBDD DDD DBDLDDD g DBBD KDYB BBB BD DD BBgDBD SDKSS BBBBBS LLLTBYS পদার্থবিজ্ঞানের একটা প্ৰধান অঙ্গ ; সুতরাং এই সভায় তাড়িতবিজ্ঞানের আলোচনা সম্ভবতঃ নিরর্থক হইবে না। প্ৰবন্ধে লিখিত বাঙ্গালা প্ৰতিশব্দগুলি সম্বন্ধে উপস্থিত ভদ্রমহোদয়গণ মতামত প্ৰকাশ করিলে, কিংবা কোন নুতন শব্দের প্রস্তাব कब्रिgवा, (2दcकब्र উদ্দেশ্য সফল হইবে ।

  • বঙ্গীয়-সাহিত্য-পরিষদের গৌহাটী-শাখায় ১৩১৯ সালের ৪র্থ অধিবেশনে পঠিত। * ৮ অক্ষয়কুমার দত্ত, ৮মহেন্দ্ৰনাথ বিদ্যানিধি ও শ্ৰীযুক্ত সুৰ্য্যকুমার অধিকারী মহাশয়গণের পদার্থবিদ্যাবিষয়ক

পুস্তক দেখিবার সুযোগ আমার ঘটে নাই ।