পাতা:আদিশূর.pdf/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਓ | অ্যাদিশুত্রে তক্ষশীল। আর অৰ্দ্ধেক সৈন্য নিয়ে সামন্ত সন্তৰ্পণে মালবের পথে যাক । 徽 t সামন্ত । চৌর্য্যবৃত্তি ? তক্ষশীল। চুপ! যত কলঙ্ক আমি সর্ব্বাঙ্গে ছাপ মেরে নেবো।-- যত পাপ আমি মাথা পেতে বইবো-যা দণ্ড, আমি বুক দিয়ে সহ করবো। সামন্ত! শাঠা, চৌর্য্য, প্রতারণা, ও সব সেকেলে চাই ছেড়ে দাও ;” বড় * হও-শুদ্ধ বড় হও। তারপর কি বলছিলাম-ই, অর্ধেক সৈন্য নিয়ে সামন্ত গোপনে মালব আক্রমণে যাক ; অধিকার করতে কষ্ট পেতে হবে না । আদিশূর। তারপর আমার উপায় ? তক্ষশীল। • একটা সময় নির্দিষ্ট ক’রে দাও, ঠিক সেই সময়ের মধ্যে সামন্ত মালব অধিকার করবে। তারপর কিন্তু তোমায় আক্রমণ করতে হবে, যেন সংবাদ পেয়ে কেউ আর মালবামুখে যেতে না পারে ; তা হ'লেই সামন্তও ঠিক সময়ে উপস্থিত হয়ে তোমারও সাহায্য করতে পারবে। ” আদিশূর। যদি যথাসময়ে উপস্থিত হ’তে না পারে ? তক্ষশীল। মন্ত্রবে! মন্বতে পারবে না ? ও যদি, কিন্তু, তবুর BD SBD S DDD S uDB BD D D SKBSBB D SDBBBLY SuB DDD DBDDBS DBDBB BDB SB SBDBKLt DDD DBDB DS DBBB রেখে না। অগ্রসর হবে তো লক্ষ্য রাখা সম্মুখেরদিকে, পিছু দিকে চেয়ে BDS DBDD DB SBBD SDB DDBD BDBDuDu uBD DB BDBBS মরণের ভয় ক’রো না ; তবে হবে কর্ম্মী-তবে উঠৰে শীর্ষে-তবে পাবে ভারতবর্ধ-রাখতে পারবে হিন্দুর মান। আদিশূর। তবে আর বিচার কিসের সামন্ত ? এ আমাদের গুরুআজ্ঞা! যাও তুমি-অগ্রসর হও । আগামী চতুর্দশী পর্য্যন্ত তোমায়