পাতা:আদিশূর.pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় গর্ভাঙ্ক । ] བ་མན་ "সায়ন। বুঝতে পারলুম না মা, কেন তুমি এমন হ’লে ! অপরা। বুঝতে পারবে না ৰাবা! তুই তো ছেলেমানুষ ! জগতের কেউ বুঝতে পারবে না, কেন আমি এমন হ’লুম। যাদিকে উজ্জয়িনীর সিংহাসন হ'তে নেমে প্রাণভয়ে আত্মগোপন করতে হয় নি, গর্তাবস্থায় বিধবা হ’য়ে নিঃসহায় শ্বাপদসঙ্কুল বনের মাঝে সন্তান প্রসব ক’রে খাতাভাবে বুকের রক্ত নিংড়ে ছেলে মানুষ করতে হয় নি, মালবের রাজবংশধর তোর মত হতভাগাকে তপ্ত মরুভূমির উপর দিয়ে খালি পায়ে টেনে নিয়ে গিয়ে একটু আশ্রয় পাবার জন্য হা-হা ক’রে ছুটতে হয় নি, "তারা কেমন ক’রে বুঝবে আমার অবস্থা ? বলতে পাৰ্বতে কতকটা, যদি আজ বেঁচে থাকতো অযোধ্যার রাণী সীতা । সায়ন । [ মুখপানে চাহিয়া রহিল। ] অপরা। চ'-চ’, চ’লে চ” । সায়ন। এত দিন তো চ’লে আসছে মা ! কিন্তু কি ফল হ’লে বল দেখি ? অপরা। ফল না হোক, তবু চললেও যেন কতকটা থাকি ভাল ; বসতে গেলে যে মাথায় আকাশ ভেঙ্গে পড়তে আসে। সায়ন । সায়ন। যাক, এখন কত দূরে যেতে হবে মা ? অপরা। যত দূরে দাবিদগ্ধ হৃদয় শীতল কক্সবার সরোবর, যত দূরে নৈরাঙ্গের শুষ্ক প্রতিধ্বনিশূন্য শান্তির নন্দন-কানন, যত দূরে মালবের রাজলক্ষ্মী। জীবনে হেৰু-মরণে হোক-স্বৰ্গে হোক-নিরকে হোক, বিচার নাই ; চলে। চ'-শুদ্ধ চলে চাঁ । fa || 5M, fRIN JA T’t Mr G N | GBiEDS SBBDD DBD BD BD S BDBDD DBDBBDBL এজন্মগ্রহণ করে, উদভ্রান্ত পথিকের মত কনে ৰনে ঘুরছিল-কে অচ্যুরু E