পাতা:কাঙ্গালের ঠাকুর - জলধর সেন.pdf/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S अश्मप्रांब्र भाब्रां স্থাপিত করিলেন । অবস্থা ရီf@s হইলেও, এখনও ডাকিলে দশজন লোক মণ্ডল-বাড়ীতে আসে, এবং কাজটা-কৰ্ম্মটা করিয়া দেয় । এই প্রকারের দুই-চারিজন অনুগত লোককে ডাকাইয়া বাড়ী-ঘর একটু পরিস্কার করাইয়া লইলেন । পুকুর হইতে মাছ ধরাইবার ব্যবস্থা করিলেন ; আহাৰ্য্য দ্রব্যও যথাসাধ্য ३७छ् ८िव्न | তাহার পর ভাবিলেন, ভদ্রলোকেরা যখন পুৰ্ব্বাহে সংবাদ দিয়াছেন, তখন ষ্টেসনে কেবল পাল্পী ও লোক পাঠাইয়া দেওয়া ভাল দেখায় না । -অপরিচিত বড়লোক, কলিকাতার বাবু লোক,-হয় ত তাহা অভ্যর্থনার ত্রুটিী বলিয়া মনে করিতে পারেন ; তাই তিনি তিনখানি পান্ধীর ব্যবস্থা করিলেন । নিজেদের যে কয়খানি পাল্পী ও যে দুইটা ঘোড়া ছিল, তাহা ইতঃপূর্বেই বিক্রয় করিয়া ফেলিয়াছিলেন,-বিলাসিতার যাহা কিছু আসবাব, সে সমস্তই বিদায় করিয়াছিলেন। এই সকল ব্যবস্থা করিতে করিতেই বেলা চারিটি বাজিয়া গেল ; তখন তিনি আর বিলম্ব না করিয়া পাল্কীতে চড়িয়া ষ্টেসনে গেলেন—অপর দুইখানি পান্ধী পূর্বেই রজনী দাসকে সঙ্গে দিয়ে ষ্টেসনে পাঠাইয়াছিলেন। যথাসময়ে গাড়ী ষ্টেসনে আসিলে দ্বিতীয় শ্রেণীর একটি কক্ষ হইতে, একটী বৃদ্ধ ও একটা যুবক অবতরণ করিলেন।