পাতা:বাংলার ব্রত - অবনীন্দ্রনাথ ঠাকুর.pdf/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(traits avs (ჯტ\C) এই শসপাতার ব্ৰত বা ভঁাজো, ভাদ্র মাসের মন্থনষষ্ঠী থেকে আরম্ভ হয়ে পরবর্তী শুক্লাদ্বাদশীতে শেষ হয়। মন্থনষষ্ঠীর পূর্বদিন পঞ্চমী তিথিতে পাঁচ রকমের শস্য-মটর, মুগ, অড়হর, কলাই, ছোলা- একটা পাত্রে ভিজিয়ে রাখা হয় ; পরদিন ষষ্ঠীপুজায় এইগুলি নৈবেদ্য দিয়ে, বাকি শস্য সরষে এবং ইহুরমাটির সঙ্গে মেখে একটি নতুন সরাতে রাখা হয় ; দ্বাদশী পৰ্যন্ত মেয়েরা স্নান ক’রে BDD iDDD BLBLB BDD D BB BD BB SDSBD BB DBDD DD সব অঙ্কুরিত হতে থাকে তখন জানা যায়। এ-বৎসর প্রচুর শস্য হবে এবং মেয়েরা তখন শস্য-উৎসবের আয়োজন করে । ইন্দ্ৰদ্বাদশীতে এই উৎসব ; চাদের আলোতে উঠানের মাঝখানে এই অনুষ্ঠান। নিকোনো বেদির উপর ইন্দ্রের বাজচিহ্ন-দেওয়া আলপনা ; কোথাও মাটির ইন্দ্ৰমূতিও থাকে। এই বেদির চারি দিকে, পাড়ার মেয়েরা সকলে আপনি-আপিন শসপাতার সারাগুলি সাজিয়ে দেয়, তার পর সাত-আট থেকে কুড়ি-পঁচিশ বছরের মেয়ের হাত:ধরাধরি করে বেদির চার দিক ঘিরে নাচগান শুরু করে । উঠানের এক অংশে পর্দার আড়ালে বাদ্যকর তাল দিতে থাকে । ভঁাজে লো কলকলানি, মাটির লো সরা, ভঁাজোর গলায় দেব আমরা পঞ্চফুলের মালা । এক কলসি গঙ্গাজল, এক কলসি ঘি, बछ्बicख् ७१कदाव्र ऊँicछा, नाbद ना cङा कि ? এর পর দুই দলে ভাগ হয়ে মুখে-মুখে ছড়া-কাটাকাটি করে : পুণিমার চাঁদ হেরে তেঁতুল হলেন বঙ্ক । গড়ের গুগলি বলে, আমি হব শঙ্খ ! ওগো ভঁাজো, তুমি কিসের গরব করা ? আইবুড়ো বেটা ছেলের বিয়ে দিতে ন্যারো । , সমস্ত রাত্রি দুই দলের নাচগান ছড়া-কাটাকাটির উপরে চাঁদের আলো, তারার ঝিকমিক- এই ছবির একটি সুন্দর বর্ণনা পূর্ববঙ্গের তারাত্ৰতে একটি छgांच अनब्रां •ांछे :