পাতা:বাংলার ব্রত - অবনীন্দ্রনাথ ঠাকুর.pdf/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেওয়া হয়। লক্ষ্মীসরার উর্ধে আধখানা নারিকেলের মালইমেয়েরা এই মালাইকে কুবেরের মাথা বা মাথার খুলি বলে । যশোর অঞ্চলে সবার পশ্চাতে একটি শীষ সমেত আস্ত ডাব - সেটিকে ঘোমটা দিয়ে, গহন ইত্যাদি দিয়ে অনেকটা একটি ছোটো LLL DLL DD DDDL S এবং কলার খালুই নিয়ে ধানের গোলার অনুরূপ। কতকগুলি ডোলা, তাতে নানাবিধ শস্য পুর্ণ করে আর একটি কাঠের খেলার নৌকোর প্ৰত্যেক গলুয়ে নানাবিধ শস্যধান, তিল, মুগ, মুম্বুরি, মটর ইত্যাদি দিয়ে লক্ষ্মীর চৌকির সম্মুখে রাখার প্রথাও আছে। পূজা শেষ হওয়া পৰ্যন্ত ব্ৰতীর উপবাস । দেশভেদের কোনো গ্রামে লক্ষ্মী, নারায়ণ ও কুবের - এই তিনটিকে তিন রঙের পিটুলির পুতুলের अकicद्म १igg 69भ्र। श् ।। ५qभनि নানা গ্রামে অনুষ্ঠানের একটু অদলবদল আছে। লক্ষ্মীপূজার মাঝের খুটির গোড়ায় আলপনা : পদ্ম, ধানছড়া, কলমিলতা, মোটামুটি হিসেবে দেখা যায়, দোপাটিলতা, লক্ষ্মীর পদচিহ এই কোজাগরপুণিমার ব্ৰতােটর