সভ্যতার পাণ্ডা/সপ্তম দৃশ্য

উইকিসংকলন থেকে
সপ্তম দৃশ্য।

সাতপুকুরের বাগান।

নীলাম ঘর।

(বিডার (নসে), সেলমাষ্টার, রাইটার, ক্রায়ার, বুককিপার, বেহারা, বৃদ্ধা, ফিমেল ক্রেতাগণ, বিশ্বেশ্বরী, বরগণ ইত্যাদি।)
ক্রায়ার। লাট সাবুণ্টীওয়ান। নিয়ে আয়, নিয়ে আয়। ও দাঁত দেখ্‌চেন কি? পঁচিশের ঊর্দ্ধ বয়স নয়। পা দেখ্‌তে হবে না, বেশ নাচ্‌তে পারে, থিয়েটারে ক্লাউন সাজ্‌তো, মাজখানে সিঁতে, গালে জুল্‌পি, পাজীর পাজী রোজ দু তিন ঘা লাথি মার তাতে রাজী। হাওয়া খেতে নিয়ে যাবার সাথি আর এমন পাবেন না। সিগারেট ধরিয়ে দেবে, পাইপ টান্‌বে, যে কিন্‌বে তারে মনিব জান্‌বে।
১ম স্ত্রী। আট আনা।
বিডার। গোইং, গোইং, এইট্ অ্যানাজ, এইট অ্যানাজ্।
বৃদ্ধা। টেন অ্যানাজ্।
বিডার। বাড়ুন বাড়ুন, দশ আনায় এমন মাল্‌টা বিকিয়ে যাচ্চে।
৩য় স্ত্রী। এগার আনা।
১ম স্ত্রী। ইলেভেন হাফ্‌।
বৃদ্ধা। ইলেভেন আনাজ্ থ্রি পাই।
বিডার। পৌনে বার আনায় যাচ্চে পৌনে বার আনায় যাচ্চে। ডাকুন ডাকুন, ইলেভেন অ্যানাজ্ থ্রি পাই, ইলেভেন্‌ অ্যানাজ থ্রি পাই। ইলেভেন অ্যানজ থি, পাই (বিড)
রাইটার। আপনার নাম কি?
বৃদ্ধা। ধনমণি পোদ্দার।
রাই। কুমারী না বিধবা?
বৃদ্ধা। সধবা।
রাই। তা বুঝি হাওয়া টাওয়া খাওয়ার মতন নিলেন্‌?
বৃদ্ধা। তা বইকি।
রাই। এই টিকিট নিন্, ক্যাসঘরে টাকা জমা দিন্‌গে, রসিদ পাঠিয়ে দেবেন, মাল ডিলিভারি দেব।
বৃদ্ধা। দাঁড়াও, আমি আরো মাল কিন্‌বো, একেবারে টাকা জমা দেবো। কি জানেন্‌ পাঁচটি স্বামী আমার মারা গিয়েছে, গোটা পাঁচ ছয় কিনে রাখি, যটা মরে যটা থাকে।
রাই। তা নিন্ না যটা নেবেন মালের অভাব কি।
ক্রায়ার। লাট সাবুণ্টী টু। জেতে চাষা, বড্ড পোষা, জুত বুরুষ করে খাস। ফুলগাছে জল দেবে, ফুলের তোড়া করবে, আর চাবুক বা লাথি জঘা মার তা খাবে।
১ম স্ত্রী। ফাইভ্‌ অ্যানাজ্‌।
বৃদ্ধা। টেন্‌ অ্যানাজ্‌।
৩য় স্ত্রী। ওয়ান রূপি।
বৃদ্ধা। টু-রূপিজ্।
বিডার। টু রূপিজ্, টু রূপিজ্, টু রূপিজ্ (বিড্‌)
যুবা। ওরে মেদো। এই যে বুডী বেটীই সব কিনচেরে! ওগো ও খদ্দের! শোনো না, তুমি আমায় কিনো, আমি বড় খাসা বর।
১ম স্ত্রী। দাঁড়াও, তুমি আগে লাটে ওঠো তারপর বিবেচনা।
যুবা। দোহাই বাবা! ও বুড়ীবেটী না কিনে নেয়!
ক্রায়ার। লাট সাবণ্টী থ্রি। বয়েস আটাশ, খাট্‌বে এটওটা ফাই ফরমাস, গান গাবে, হারমোনিয়ম্‌ শেখাবে, জ্যুয়েলা জিকেল গার্ডন দেখাবে। আর হাই সার্কেলে ইণ্ট্রোডিয়ুস করে দেবে।
বুদ্ধা। টু রূপিজ।
১ম স্ত্রী। থ্রি রূপিজ।
বৃদ্ধ। সিক্‌স।
বিডার। সিক্‌স রূপিজ, সিক্‌স রূপিজ, সিক্‌স রূপিজ (বিড)!
যুবা। মেদো! তুই থাকতে হয় থাক আমি আর বরগিরি করবে না।
বেয়ারা। এই চোপ্।
ক্রায়ার। লাট সাবুণ্টী ফোর! দেখ্‌তে বুড়ো, কিন্তু আটে পিটে দড়। খোঁপা বেঁধে দেবে, সেজ সাজাবে, ছারপোকা মারবে, মশারি সেলাই করবে। আর যদি কেউ ভদ্দরলাক দেখা কর্ত্তে এসে, তখনি সেখান্‌ থেকে সরবে।
১ম স্ত্রী। টু পাইস।
৩য় স্ত্রী। থ্রি পাইস।
১ম স্ত্রী। থ্রি হাপ্।
৩য় স্ত্রী। ফোর।
বিড়ার। গোইং, গোইং ফোর। ফোর পাইস্, ফোর পাইস্। মাইডিয়ার! বড সস্তাদরে মাচ্চে তুমিই ডেকে রাখ।
বিশ্বে। না মাইডিয়ার!
বিডার। আরে বোঝোনা; ডেকে রাখ, মালটা লাভে ছাড়তে পার্‌বে।
বিশ্বে। না মাইডিয়ার! ও রদি মাল আমি রাখ্‌বোনা।
বিডার। তবে বোঝো। ফোর পাইস্ (বিড)
রাইটার। আপনার নাম?
৩য় স্ত্রী। মনমোহিনী কুণ্ডু।
রাইটার। সধবা না বিধবা?
৩য় স্ত্রী। বিধবা।
রাইটার। ভালই হয়েছে। উনিও তেজ পক্ষের।
৩য় স্ত্রী। কি ওঁর দুই স্ত্রী মারা গিয়েছে নাকি?
রাই। মারা কেউ যায় নি। একটী সার্কাস কর্‌তে বর্ম্মায় গিয়েছে, আর একটি বেম্ম বিবাহ করেছে। তবে আর বলছি কি, মাল বড় ভাল মাল, আপনি যদি থিয়েটার ক’রতে যান্ ম্যানেজারকে রেকমেণ্ড করবে। ক্যাস্‌ ঘরে পয়সা জমা দিন, রসিদ পাঠাবেন, মাল ডিলিভার দেব।
ক্রায়ার। লাট্ সাবুণ্টীফাইভ। এটির বয়েশ পাঁচ বচ্ছর, হুইস্কী টানে খুব জবোর, কথা কয় হেসে ছেলে, যে কিন্‌বে তুলে রেখো গেলাশ কেশে।
ক্ষুদে বর—
গীত।—

হাম্‌টী ডাম্‌টী টম্‌টী টম্‌।
কাম্ লেডি কাম্, খাসা বর্ হ্যায় হাম্‌,
লাল্ লালা তারা রারা তারা রারা তারা রারা রা।

টেক্ মাই হ্যাণ্ড ওল্‌ড্‌ লেডী ফেয়ার,
হুয়া ক্যাসা খাশা পেয়ার,
লেট্‌ আস্ বি জলি, কাম ওল্‌ড্ পলি,
কিস্‌মি কুইক্‌ নো ডিলিড্যালি,
লাল্‌ লালা্ সা নি ধা পা নি সা সা,
তারা রা রা রা তার রা রা রা॥

ক্রায়ার। এ বরের বড় বেশি দর। বড় বেশি দর। পঞ্চাশ টাকা বাঁধা, বিট্‌ তার ওপোর। তা দেখুন, আপনার সব শেয়ারে নিন, এক এক উইক্ এক এক জন গেলাশ কেশে রেখে দিন।
ফিমেলগণ। লাটে চড়াও, লাটে চড়াও।
বৃদ্ধা। কি, বিড্ করবে? পারবে না।
ফিমেলগণ। আমরা শেয়ারে নেব, আমরা শেয়ারে নেব।
বৃদ্ধা। আচ্ছা লাটে উঠুক, আমার বিড্‌ সিক্সটী রূপিজ।
ফিমেলগণ। হাণ্ড্রেড।
বৃদ্ধা। বড্‌ড বেশি দর হলো।
বিডার। গোইং গোইং, হাণ্ড্রেড্‌, হাণ্ড্রেড্‌, হাণ্ড্রেড্‌ (বিড্)
ক্ষুদে বর। আমি যাবনা। আমি একে ছেড়ে যাব না। খুব হুইস্কী খায়।
এক ফিমেল্। এস যাদু এস! আমি কেক্ দেব।
ক্ষুদে বর। না, ফাউল্‌ রোষ্ট আর হুইস্কী।
এক ফিমেল। এই নাও। আমার কেটীংয়ে বসে গে।
ক্ষুদে বর। আর লেগ্‌ মটোন্।
এক ফিমেল। এই নাও।
ক্ষুদে বর। আর ডাইনীং নাইফ, ডাইনীং ফর্ক, কর্ক স্ক্রু।
এক ফিমেল। এই নাও।
ক্ষুদে বর। আর টাম্ব্‌লার গেলাশ।
এক ফিমেল। এই নাও।
ক্ষুদে বর। আর সোডাওয়াটার।
এক ফিমেল। এই নাও।
বৃদ্ধা। এর বয়েস কত?
যুব-বর। যত হোক্‌ না, তোর বাবার কি? খবরদার গায়ে হাত দিস্ নি। তোর বরগিরীর মুখে মারি বিশ্ লাথি!
বেহারা। চোপ্‌ চোপ।
যুব-বর। চোপ রাও। ওস্কো হটায় লেও। হাম কামড়ায়েগা।
বেহারা। আরে চোপ্‌রাও, চোপ্‌রাও।
যুবা বর। আজ খুনোখুনি হব। নেইরহেঙ্গে! ছোড় দেও ছোড়দেও!
[ষ্টল কঁধে করিয়া পলায়ন।
বেয়ারাগণ। পাক্‌ড়ো, পাক্‌ড়ো। (পশ্চাদ্ধাবন)
ফিমেলগণ।
(গীত।)

খেংরা মারো অকসানে।
কে জানে আস্‌তো কে এখানে॥
মালগুলো পালালো, সয় বল কার প্রাণে॥

ক্ষুদে বর। মাইজডিয়ার ডোণ্টক্যার এই আছি।
ফিমেলগণ। এই কচি, বখরাদার এর আবার।
রিডার। কে বিডার? আমরা ফ্রেষ লট্ এবার।
সেলমাষ্টার। সেল্ মাষ্টার,
বুক্‌কিপার। বুক্‌কিপার,
বেয়ারার। বেয়ারার,
বিশ্বে। কে শোনে, রদিমাল কে কেনে।
মহিলাগণ। ভারি খেদ, ছেল জেদ,

পাঁচটা লাট্‌বিট দেবো মাল নেবো,
সাজিয়ে রাখবো বাগানে।
ফেটিনে নিয়ে যাব ময়দানে॥