পাতা:আদিশূর.pdf/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদিপুর [ छूऊँौव्र अह। অনাদি । [ কয়েক পদ সরিয়া গিয়া ভ্রকুট সহকারে বলিল ] মুরলী। মুরলী । নিরাশ ক’রো না-পায়ে ঠেলো না,-বড় আশায় এসেছি। অনাদি । ভুল করেছ বালিকা ! মুরলী। সে ভুল সংশোধনের আর উপায় নাই। অনাদি। আছে। মুরলী ! এখনও উপায় আছে ; কীর্ত্তন তোমায় চায়। মুরলী। সংসারের বিচিত্র নিয়ম এই,-যে যাকে চায়, সে তাকে 1 অনাদি । মন ফিরিয়ে নাও মুরলী! কীর্ত্তন আমা অপেক্ষা অনেক বিষয়ে গুণী, অনেকাংশে সুপুরুষ। মুরলী। লতা একবার যাকে আশ্রয় করবে, সে কণ্টকী বৃক্ষ হ'লেও তাকে সে স্থানচ্যুত করতে গেলে সে ছিন্ন হবে, তবু তাকে ত্যাগ ক’রে সহকাের পেলেও ধরবে না। অনাদি। মুরলী! এইমাত্র তুমি কীর্ত্তনকে বলছিলে না, তোমার সঙ্গে তার এরূপ প্রসঙ্গ বৌদ্ধধর্ম্মের কলঙ্ক ? তবে তোমার আবার এ কি ? মুরলী। আমার কথার মূল্য নাই, আমি সর্ব্বস্ব'হারা পাগলিনী। তোমার কথা ধর ; তুমি এইমাত্র বললে না বুদ্ধদেব ও দারপরিগ্রহ করেছিলেন ! অনাদি । তঁর শক্তিতে আর আমার শক্তিতে ! যাক সে কথা ; এখন জেনো, আমি সন্ন্যাসী । মুরলী। আমিও সন্ন্যাসিনী। অনাদি । সাবধান বালিকা । মুরলী। আর সাবধান! BDDtS DBB DD DBDDBD DB DBSBBDB DDBDBD BBB ক'রে সংসারে না যাও, তা হলে আর এ বৌদ্ধ সম্প্রদায়ে তোমার স্বানু, YAir )