পাতা:আত্মজীবনী ও স্মৃতি-তর্পন - জলধর সেন.pdf/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

尊@ i་གླ༽ན། རe ཟླ་ཙ-ར་ཆུ།། কাহার অবমাননা হইতেছে, ইহা যে তুমি বুঝিলে না, এই বড় পরিতাপের বিষয়। আমি যে গর্দভে আরোহণ করি নাই, তোমার পিতাই করিয়াছেন জানিবে।” 臀 靠 秦 আমার শ্বশুরের নাম অম্বিকাচরণ মিত্র । সে সময় দেওয়ানের বেড়ের অবস্থা অতি শোচনীয় হয়েছিল। বড় বড় অট্টালিকার অস্তিত্ব একেবারে ইষ্টকস্তুপে পরিণত। পূজা-বাড়ীতে প্রকাণ্ড চণ্ডীমণ্ডপই শুধু অক্ষত শরীরে দাড়িয়ে ছিল। তার সম্মুখের বৃহৎ নাটমণ্ডপ স্থানে স্থানে ভেঙ্গে পড়েছিল, তা হলেও ইটকাটগুলো সরিয়ে সেখানে বসবার জায়গা হতে পারত। অন্দর মহলে সেই ইষ্টক স্তুপের পার্শ্বে খান চারেক একতলা ঘর ছিল। সেইগুলি কোনরকমে সংস্কার করে আমার শ্বশুর মহাশয় বাস করতেন । শ্বাশুড়ী ছিলেন অন্ধ । শ্বশুর। মহাশয়ের এক দূরসম্পৰ্কীয় বিধবা ভগ্নী তঁদের তত্ত্বাবধান করতেন। শ্বশুর মহাশয়ের তিনি কন্যা এবং এক পুত্র । পুত্রটিই সর্বকনিষ্ঠ । তার নাম অন্নদাচরণ । তিনি কন্যার মধ্যে আমার স্ত্রী সর্বকনিষ্ঠ । বড় দুই জনের বেশ ভাল ঘরে বিবাহ হয়েছিল। আমার বড় ভায়রাভাই স্কুলের সাবইন্সপেক্টর ছিলেন। মেজ ছিলেন 'গোয়ালন্দ ই. বি. আর. এ গুড সি অফিসে বড়বাবু। u uB BBDB DBDD DD SS DDDD DL S D SBD SBBD DBD DDB উপার্জন ছিল ছয় সাতশো টাকা । আমার যখন বিবাহ হয় তখন আমার বড় খ্যালিকার একটি মাত্র পুত্র। পরে আর সন্তানাদি হয়নি । মেজ শ্যালিকার তখনও সস্তানাদি হয়নি। আমার বিবাহের ৫৬ বৎসর পরে তঁার একটি পুত্র হয় । , এইবার আমার বিবাহের কথা । বড়দাদা তো মেয়ে দেখতে গিয়েই আশীৰ্বাদ করে আসেন। তার কয়েকদিন পরেই এক শনিবারে আমার শ্বশুর মহাশয় স্বয়ং আমাকে আশীৰ্বাদ করতে এলেন। পূর্বে সংবাদ পেয়ে বড়দাদা শুক্রবার রাত্রেই বাড়ী এসেছিলেন। আমি কিন্তু তার সঙ্গে আসিনি। রবিবারে আশীৰ্বাদ হবে,- দুদিন আগে স্কুল কামাই করে বসে থাকি কেন ? বিশেষ সে সময় আমার SeSSDDD Di DBDiBBDDB DBDB DBBD DDD SS DDD D D SBB E uuD থেকে আমার শ্বশুর মহাশয়কে অভ্যর্থনা করে এনেছিলেন। কোন বিষয়েই य िशनि । অক্ষয় আমার শ্বশুর মহাশয়ের সঙ্গে খুব ঘনিষ্টতা জমিয়ে তোলে। পরে শুনেছিলাম, অক্ষয় বলেছিলেন-ছেলে মারি কি দেখবেন, আমাকে দেখলেই