পাতা:আত্মজীবনী ও স্মৃতি-তর্পন - জলধর সেন.pdf/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আত্মজীবনী ও স্মৃতি তৰ্পণ লোকের বিষনেত্রে পডিয়া নানা প্রকারে উৎপীড়িত ও অত্যাচারিত হইতে જ્ઞાનિનામ । 8૭૨-૭ |--- “চারিদিকে পুস্তকবিক্রয়ের দোকান যত বৃদ্ধি হইতে লাগিল, আমার জীবিকাস্বরূপ পুস্তকালয়ের আয় ক্রমে অল্প হইয়া আসিল । যদি গ্রামবার্ত্তার প্রতি উক্ত ভার অৰ্পণ করি, তবে সে চলিতে পারে না, নিজের ভার নিজে বহন করিবারও আর কোন প্রকার উপায় নাই। --- এই সময়ে রংপুর তুষভাণ্ডারের রাজা রমণীমোহন রায়চৌধুরীর দান। [ মাসিক ১০ ] রহিত হওয়ায় মাসিক গ্রামবার্ত্তা বন্ধ হইয়াছিল।[ ১৪৯১ পৃঃ []*** ‘রাজীবলোচন মজুমদার আমার আতি বুদ্ধ প্রপিতামহ সারগ্রাহী পরম বৈষ্ণ4 কুঞ্জবিহাৰী মজুমদারের প্রপৌত্র। রাজীবলোচন মজুমদার আমার ছাত্র কৃষ্ণচন্দ্র মৈত্রের মুখে শুনিয়াছিলেন, একটি প্রেস অর্থাৎ মুদ্রাযন্ত্র হইলে কুমারখালীর সংবাদপত্রিকা “গ্রামবার্ত্তাপ্রকাশিকা” ইহা অপেক্ষা ভালভাবে চলিতে পারে এবং উক্ত প্রেস ধবিয়া আমাদিগের ন্যায় অনু্যন সাত আটটি পরিবার অনায়াসে অন্ন সংগ্রহ করিতে পারে। তিনি বৃন্দাবন-গমনের সময় কলিকাতায় কয়েক দিন অবস্থান করিয়াছিলেন । [ ১৬৭৩ পৃ; ] সেই সময় গ্রামবার্ত্তার প্রেস ক্রয় করিতে আমার নিমিত্ত ৬০ ০০ ছয়শত টাকা-আমার খুড়া নবীনচন্দ্র সাহার নিকটে রাখিয়া গিয়াছিলেন। --উক্ত টাকায় প্রেস করিবার নিমিত্ত শ্রীবৃন্দাবনে পত্র DBB Lu DB BtDD DBBDuDu BuB BDBDDDDD SS DBDBDBBD DuD BBDS “উক্ত টাকার প্রেস করিবার নিমিত্ত আমি তোমাকে দান করিয়াছি। তুমি প্রেস স্থাপন করিয়া কৃষ্ণচন্দ্রের কথানুসারে যােত জন নিরন্ন দুঃখী পরিবার প্রতিপালিত এবং ভালরূপে গ্রামবার্ত্তার ক্যৰ্ষ্য চালাইতে পরিবে, আমি তোমার প্রতি ততই সন্তুষ্ট হইব ।” আমি উক্ত পত্রানুসারে টাকার অধিকারী হইলে [ ১৬৭৪ পৃঃ ] মথুরানাথ-যন্ত্র’ নামে এই বর্ত্তমান প্রেসটি, তৎকালে কলিকাতাস্থ বন্ধুগণ ক্রয় করিয়া পাঠান। [ ১৬৭৫ পৃঃ ]- “আমি প্রেস স্থাপন ও তাহা হইতে “গ্রামবার্ত্তা’ প্রকাশ এবং নিজ পরিবার ও প্রেসের কর্মচারী অন্য ৬৭টি পরিবারের অল্পসংগ্রহ করিয়া খুড়া রাজীবঙ্গোচন মজুমদারের আদেশ পালন করিতে লাগিলাম। কিন্তু আমার অর্থক্কজ্জ্বতা পুর্বে যেমন ছিল, তাহা অপেক্ষা ধরং ক্রমেই বৃদ্ধি হইতে লাগিল। পূর্বে কেবল গ্রামবার্ত্তার নিমিত্ত চিন্তা ছিল, এখন তদসঙ্গে প্রেস চালাইবার চিন্তা উপস্থিত হুইল। [ ১৬৮১ পৃং ]